নয়াদিল্লি: জল্পানার ইতি পড়েছিল কয়েকদিন আগেই। কোম্পানি জানিয়েছে, আগামী ২০ জুলাই অনলাইন বাজারে আসতে চলেছে Redmi Note 10T 5G। এবার নয়া মডেলের দামও চলে এল প্রকাশ্যে।
গত মাসেই রাশিয়ায় আত্মপ্রকাশ করেছিল রেডমির এই নয়া মডেল। তারপর থেকেই চিনের কোম্পানির এই ফোন নিয়ে কৌতূহল বেড়েই চলছিল টেক ব্লগারদের মধ্যে। শোনা যাচ্ছে, ইউরোপে রেডমি নোট ১০-এর ৫জি মডেলকেই রিব্র্যান্ডিং করে Redmi Note 10T 5G আনা হয়েছে। ভারতে ইতিমধ্যেই স্টোরেজ ভ্যারিয়েন্ট, ফোনের RAM, স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। যেখানে বলা হয়েছে, মাত্র একটা ভ্যারিয়েন্ট নিয়েই বাজারে আসছে রেডমির নয়া এই ফোন।
Redmi Note 10T 5G সম্ভাব্য দাম
আগামী ২০ জুলাই অ্যামাজনের হাত ধরে বাজারে আসতে চলেছে রেডমির নয়া মডেল। শাওমি সেন্ট্রালের রিপোর্ট বলছে, রেডমির নয়া মডেলের দাম হতে পারে ১৪,৯৯৯ টাকা। ৪জিবি RAM-এর সঙ্গে এই ফোনে থাকতে পারে ১২৮ জিবি স্টোরেজের সুবিধে। তবে প্রথম সেলের অফার হিসাবে বেশ কিছু সুবিধা দিতে পারে রেডমি। সেই ক্ষেত্রে আরও কম টাকায় এই ফোন কিনতে পারবেন ক্রেতা। রাশিয়ায় নীল, সবুজ, ছাই রঙে এই ফোন পেয়েছেন ক্রেতারা। তাই অ্যামাজনে ২০ জুলাই Redmi Note 10T 5G-র ওই একই রঙ দেখা যাবে বলে খবর।
Redmi Note 10T 5G স্পেসিফিকেশন
টেক ব্লগারদের মতে, রাশিয়ার ফোনের সব বৈশিষ্ট্য থাকতে পারে রেডমির এই মডেলে। ৬.৫ ইঞ্চির ফোনের ডিসপ্লে থাকতে পারে Redmi Note 10T 5G-তে। ফুল এইচডির পাশাপাশি কোম্পানি দিয়েছে ৯০ হার্টজের রিফ্রেস রেট। তাই গেমারদের ক্ষেত্রে ফ্রেম ড্রপের সমস্যা হওয়ার কথা নয়। তবে এসবই জেনারেল গেমের ক্ষেত্রে। স্ন্যাপড্রাগনের পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর দেওয়া হয়েছে নতুন এই মডেলে।
কেমন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে ?
সেলফি ছাড়া সব মিলিয়ে ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর রয়েছে ৪৮ মেগাপিক্সেলের। এ ছাড়াও দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপথ শ্যুটার। ভালো সেলফি তোলার জন্য ফোনে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ২.০ অ্যাপারচারযুক্ত সেন্সর। রাশিয়ার ভ্যারিয়েন্টের স্পেকস অনুযায়ী, ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি। যাতে থাকবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও ফোনে থাকছে ৩.৫ এমএম-এর জ্যাক।