Redmi Note 11 Pro: ৯ মার্চ আসছে Redmi Note 11 Pro সিরিজ , এতদিন পর্যন্ত যা জেনেছি আমরা

Redmi Note 11 Pro: শাওমির তথ্য বলছে, ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে রেডমি নোট সিরিজ । ফোনে দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ছাড়াও ১২০ হার্টজের রিফ্রেস রেট।

Continues below advertisement

Redmi Note 11 Pro Series: কোভিডকাল থেকে মহামারীর জেরে শুরু হয়েছিল অভাব। বিশ্বজুড়ে চিপসেটের ঘাটতির জেরে ভুগতে হচ্ছিল মোবাইল কোম্পানিগুলিকে। যার সরাসরি প্রভাব পড়ছিল স্মার্টফোনের দামের ওপর। আগের থেকে অনেক বেশি দামেস্মার্টফোন কিনতে হচ্ছিল ক্রেতাদের। তবে এবার দামের দিক দিয়ে আশা দেখাচ্ছে রে়ডমি নোট প্রো সিরিজ (Redmi Note 11 Pro Series)।
 শাওমির তথ্য বলছে, ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে রেডমি নোট সিরিজ (Redmi Note Series)।বিশ্বজুড়ে ইতিমধ্যেই ২৪০ মিলিয়ন হ্যান্ডসেট বিক্রি হয়েছে রেডমি নোট সিরিজের। সবথেকে বড় বিষয়, যার মধ্যে কেবল ভারতেই বিক্রি হয়েছে ৬৭ মিলিয়ন। এবার সেই বিক্রির সংখ্যাকে আরও বাড়াতে চাইছে কোম্পানি।

Continues below advertisement



 
রেডমির নতুন প্রো গ্রেডে আগের মতোই শক্তিশালী ফিচারের সঙ্গে কম দামের বিশ্বস্ত ফরমুলা ব্যবহার করেছে কোম্পানি। ফোনে দেওয়া হয়েছে১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২০ হার্টজের রিফ্রেস রেট ছাড়াও সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনে। সঙ্গে থাকছে প্রো গ্রেড ৬৭ওয়াট টার্বো চার্জিং ও গ্লোবাল 7 5G ব্যান্ড সাপোর্ট।
 
২০ হাজারের মধ্যে এই ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্যের Redmi Note11 Pro Series এনে মোবাইল বাজারে নিজেদের আধিপত্য বজায়রাখবে শাওমি। সূত্রের খবর, ২০২২-এর সবচেয়ে বড় লঞ্চের জন্য শাওমি (Xiaomi) কোনও কসরতের খামতি রাখছে না। চলতি বছরেএই প্রথমবারের মতো একটি অন গ্রাউন্ড লাইভ প্রোডাক্ট লঞ্চ করবে কোম্পানি।

আপনি তাদের মেগা লাইভ লঞ্চ ইভেন্টটি দেখতে পাবেন ৯ মার্চ, ২০২২ বেলা ১২ টায়।

 আরও পড়ুন: Apple Peek Performance Event: আজ রাতেই লঞ্চ, iPhone 13 green আনছে অ্যাপল !

আরও পড়ুন : WhatsApp Fraud: প্রতারকরা নিয়ন্ত্রণ করবে আপনার হোয়াটসঅ্যাপ, এই কাজ করেননি তো ?

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola