নয়াদিল্লি: রেডমি নোট ১০-এর সাফল্যের পর এবার Redmi Note 11 Series আনতে চলেছে শাওমি। ২৮ অক্টোবর চিনে লঞ্চ হতে চলেছে এই ফোন। তবে প্রকাশ্যে আসার আগেই ফাঁস হয়ে গেল ফোনের একাধিক স্পেকস।
Redmi Note 11-এর সঙ্গে Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro Max বাজারে আনতে পারে শাওমি। Redmi Note 11 Pro দেওয়া হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট। ফোনে ভাল ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। চিনের মাইক্রো ব্লগিং সাইট উইবোতে ইতিমধ্যেই দেখা গিয়েছে ফোনের কিছু ছবি।
Redmi Note 11 Series-এর স্পেকস: ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে আয়তক্ষেত্রাকার রেয়ার ক্যামেরা মডিউল।সামনে রয়েছে পাঞ্চ হোল নচ। আইআর ব্লাস্টার ও স্পিকার গ্রিলের সঙ্গে ৩.৫ এমএম জ্যাক দেওয়া হয়েছে ফোনে।৬৭ ওয়াট বা ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে ফোনে। শোনা যাচ্ছে, Redmi Note 11-এ ডাইমেনসিটি ৮১০ চিপসেট দিতে পারে কোম্পানি।এর মধ্যে থাকতে পারে ১২০ হার্টজের এলসিডি স্ক্রিন। তবে এতে ৩৩ ওয়াটের চার্জিং দিতে পারে রেডমি।
Redmi Note 11 Series-এ ভ্যারিয়েন্ট: টেক ব্লগারদের খবর অনুযায়ী, Redmi Note 11-এর ৬জিবি ১২৮ জিবি ও ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। তবে Redmi Note 11 Pro-তে থাকতে পারে ৮জিবি ২৫৬ জিবির ভ্যারিয়েন্ট। তবে চিনে লঞ্চের পরই তা ভারতে আসবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি। যদিও শাওমির পুরোনো রেকর্ড বলছে, ভারতের বাজার ধরতে এই ফোন তারা এখানেও লঞ্চ করবে।
আরও পড়ুন : Google Pixel 6 Series: ভারতে আসছে না পিক্সেল ৬ সিরিজ, জানিয়ে দিল গুগল
আরও পড়ুন : Apple MacBook Pro Launch:নতুন ডিজাইনে ম্যাকবুক প্রো আনল অ্যাপল, জেনে নিন দাম
আরও পড়ুন : Apple AirPods (3rd Generation) এল প্রকাশ্যে, কত দামে পাবেন ভারতে ?