Redmi Note 12 Series: ভারতে আজ অর্থাৎ ২৭ অক্টোবরই লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। আনুষ্ঠানিক লঞ্চের আগেই জানা গিয়েছে যে, রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন (Redmi Note 12 Explorer Edition) মডেলে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি নোট ১২ সিরিজে লঞ্চ হতে পারে রেডমি ১২ প্রো, রেডমি নোট ১২ প্রো প্লাস এবং রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন। এই ‘এক্সপ্লোরার এডিশন’ মডেলে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে যেখানে ১০ মিনিটেরও কম সময়ে পুরো চার্জ হবে।
চিনে লঞ্চ হতে চলেছে আরও কয়েকটি ফোন
আইকিউওও ১১ সিরিজ- চিনে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১১ সিরিজ। দুটো স্মার্টফোন আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো থাকতে পারে এই স্মার্টফোন সিরিজে। চলতি বছরের শেষের দিকে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে চিনে। একই সময়ে ভারতেও এই ফোন লঞ্চ হতে পারে।
রিয়েলমি ১০ সিরিজ- অন্যদিকে আবার শোনা যাচ্ছে যে রিয়েলমি ১০ সিরিজ লঞ্চ হতে পারে চিনে। ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে বা ৫ নভেম্বর এই স্মার্টফোন সিরিজ চিনে লঞ্চের সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারতেও লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ সিরিজ। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি।
রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশনের অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে পুরো চার্জ হতে মাত্র ৯ মিনিট সময় লাগবে বলে দাবি করেছে রেডমি কর্তৃপক্ষ। রেডমি নোট ১২ প্রো প্লাস মডেলে ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকবে জানিয়েছে সংস্থা। এছাড়াও রেডমি নোট ১২ প্রো ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে।
আরও পড়ুন- ভারতে ফোনের পর নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে নাথিং, দাম কত?