Redmi Note 12 Pro Plus: রেডমি নোট ১২ প্রো প্লাস (Redmi Note 12 Pro Plus) ফোন ভারতে লঞ্চ হবে আগামী ৫ জানুয়ারি। সম্প্রতি এই ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে চিনের সংস্থা শাওমি (Xiaomi)। এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে ২০০ মেগাপিক্সেলের (200 MP Camera) মেন ক্যামেরা সেনসর। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির একটি Full HD OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা অয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


iQoo 11 Series: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) চিনে সম্প্রতি লঞ্চ করেছে আইকিউওও ১১ সিরিজ (iQoo 11 Series)। জানা গিয়েছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে লঞ্চ হবে আগামী বছর। ২০২৩ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ১১ সিরিজে রয়েছে আইকিউওও ১১, আইকিউওও ১১ প্রো- এই দুই ফোন। এই স্মার্টফোন সিরিজের ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। জানা গিয়েছে, আইকিউওও ১১ সিরিজের ফোন আগামী বছর ১০ জানুয়ারি লঞ্চের পর ১৩ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে। আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো ফোন তিনটে রঙে লঞ্চ হতে পারে ভারতে। iQoo 11 Legend Edition- ও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেখানে থাকতে পারে BMW M Motorsport থিমের ডিজাইন।


Relme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (Realme 10 Pro Plus 5G) ভারতে লঞ্চ হয়েছে। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আর রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। দুটো ফোনই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 


আরও পড়ুন- অবশেষে আসছে ট্যুইটার ব্লু, কত টাকা দিতে হবে ইউজারদের?