Redmi Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন স্মার্টওয়াচ (Redmi Smartwatch)। এবার লঞ্চ হয়েছে রেডমি ওয়াচ ৫ লাইট (Redmi Watch 5 Lite)। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৬ ইঞ্চির একটি AMOLED স্ক্রিন। একাধিক হেলথ ট্র্যাকার (Health Tracker) রয়েছে এই স্মার্টওয়াচে (Smartwatch)। একবার পুরো চার্জ দিলে ১৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। খুব বেশি ব্যবহার করলেও ১২ দিন পর্যন্ত চালু থাকবে রেডমির এই স্মার্টওয়াচ। শাওমির HyperOS- এর সাহায্যে পরিচালিত হবে এই স্মার্টওয়াচ। এখানে রয়েছে ইনবিল্ট অ্যামাজন অ্যালেক্সা কন্ট্রোল। রেডমির নতুন স্মার্টওয়াচে ইউজাররা পাবেন ব্লুটুথ কলিং সাপোর্ট এবং জিপিএস কানেক্টিভিটি। ১৫০-র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও জানা গিয়েছে, এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে নষ্ট হবে না রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ। দুটো রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। বিক্রি শুরু হবে খুব তাড়াতাড়ি।
ভারতে রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচের দাম কত
এই স্মার্টওয়াচের দাম ৩৯৯৯ টাকা। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। কালো এবং হাল্কা সোনালি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন স্মার্টওয়াচ। তিনটি অতিরিক্ত স্ট্র্যাপ পাওয়া যাবে এই স্মার্টওয়াচের জন্য যাদের রং যথাক্রমে ক্যান্ডি পিঙ্ক, লেমন ইয়েলো এবং মিন্ট গ্রিন।
রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই স্মার্টওয়াচে ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এটি একটি চৌকো আকৃতির স্ক্রিন। হার্ট রেট সেনসর এবং ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে।
- অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচের স্ক্রিনে। এছাড়াও ইউজাররা পাবেন পাম টাচ সাপোর্ট যার সাহায্যে স্লিপ ফিচার অ্যাকসেস করা যাবে।
- রেডমির এই স্মার্টওয়াচের ডানদিকের সাইডের অংশে একটি ফাংশনাল বাটন রয়েছে। ইনবিল্ট জিপিএস কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে।
- রেডমির এই স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ডিভাইসের সঙ্গেই সংযুক্ত করা যাবে। শাওমির HyperOS out-of-the-box - এর সাহায্যে পরিচালিত হবে রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ।
- হিন্দি ভাষার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও ২০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেস সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি ১৫০-র বেশি স্পোর্টস মোড আগে থেকেই সেট করা রয়েছে এই স্মার্টওয়াচে।
- অ্যামাজন অ্যালেক্সা কন্ট্রোল এবং ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে রেডমির এই স্মার্টওয়াচে। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং এমার্জেন্সি এসওএস কল সাপোর্ট রয়েছে রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচে।
- এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে রেডমির নতুন স্মার্টওয়াচে। এটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না। শাওমি ওয়্যার অ্যাপের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।