Refrigerator Under Rs 20,000: এই তীব্র গরমে যদি কারও বাড়ির ফ্রিজ (Fridge) নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে বেজায় বিপত্তিতে পড়বে ওই পরিবার। রেফ্রিজারেটর (Refrigerator) কেনা মানে অনেক টাকার ধাক্কা, এমনটাই ধারণা রয়েছে আমআদমির। কিন্তু অ্যামাজনের গ্রেট সামার সেল (Amazon India Great Summer Sale 2024) ক্রেতাদের জন্য এনেছে দারুণ সুযোগ। ২০ হাজার টাকার (Refrigerator Under Rs 20000) কমেই নজরকাড়া ফিচার সমেত ফ্রিজ পেয়ে যাবেন আপনি। অনলাইনেই হয়ে যাবে কেনাকাটা। বাড়িতে জিনিস চলেও আসবে সহজে। চলুন দেখে নেওয়া যাক অ্যামাজন ইন্ডিয়ার গ্রেট সামার সেল ২০২৪- এ ২০ হাজার টাকার মধ্যে আপনি কোন কোন ফ্রিজ কিনতে পারবেন। 


স্যামসাংয়ের ২২৩ লিটারের থ্রি স্টার যুক্ত ইনভার্টার সমেত ডিরেক্ট কুল সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর 


স্যামসাংয়ের এই ফ্রিজে রয়েছে স্টাইলিশ এবং আধুনিক ডিজাইন। এর সঙ্গে রয়েছে উন্নত যন্ত্রাংশ। ছোট পরিবার অর্থাৎ কম সদস্যের পরিবারের জন্য ২২৩ লিটার আয়তনের এই ফ্রিজ আদর্শ। আপনার পরিবারের সদস্য সংখ্যা ২ থেকে ৩ জন হলে এই ফ্রিজ আপনি কিনতে পারেন অনায়াসে। এই রেফ্রিজারেটরে রয়েছে থ্রি স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। এর সঙ্গে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। তার সঙ্গে এই ফ্রিজের ডিজিটাল ইনভার্টার কমপ্রেসরে রয়েছে ২০ বছরের ওয়ারেন্টি। অনেক ফ্রিজ চালু থাকলে বিরক্তিকর আওয়াজ হয়। এই ফ্রিজে তা পাবেন না। এনার্জি এফিশিয়েন্ট এই ফ্রিজ ৫০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে অন্যান্য রেফ্রিজারেটরের তুলনায়। এই ফ্রিজের ফ্রেশ ফুড ক্যাপাসিটি ২০৫ লিটারের। এর সঙ্গে রয়েছে ১৮ লিটারের ফ্রিজার। শক্ত কাচের তাক থাকবে ফ্রিজে। আর একটা আলাদা স্পেশ্যাল ড্রয়ার রয়েছে নন-রেফ্রিজারেটেড জিনিস রাখার জন্য। অতিরিক্ত ফিচার হিসেবে স্যামসাংয়ের এই সিঙ্গেল ডোর ফ্রিজে রয়েছে একটি স্মার্ট কানেক্ট ইনভার্টার, স্টেবিলাইজার ফ্রি অপারেশন, একটি ফ্রেশ রুম। এই ফ্রিজের দাম ১৭,৭৯০ টাকা। 


স্যামসাংয়ের ২১৫ লিটারের ৪ স্টার যুক্ত সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর 


এই ফ্রিজও ছোট বা কম সদস্যের পরিবারের জন্য ভাল। রয়েছে আধুনিক ডিজাইন ও উন্নত যন্ত্রাংশ। এই ফ্রিজে রয়েছে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল ফিচারের সাপোর্ট। এর সঙ্গে রয়েছে অটো এক্সপ্রেস কুলিং, ইকো মোড এবং ডিজিতাল টাচ ইন্টারফেস। এখানেও ডিজিটাল ইনভার্টার কমপ্রেসর রয়েছে। এই কমপ্রেসর এনার্জি এফিশিয়েন্ট, সেই জন্য স্যামসাংয়ের এই ফ্রিজে রয়েছে ৪ স্টার। ২০ বছরের ওয়ারেন্টি পাবেন এই ফ্রিজে। শাকসবজি রাখার আলাদা ড্রয়ার থাকছে ফ্রিজের ভিতর। আর স্পেশ্যাল ফিচার হিসেবে থাকছে ডোর অ্যালার্ম। অ্যামাজনের সেলে এই ফ্রিজে দাম ১৯,৯৯০ টাকা। 


স্যামসাংয়ের ১৮৩ লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজ 


আয়তন কম হওয়ায় এই ফ্রিজ একদম কম সদস্যের পরিবারের ব্যবহারযোগ্য। এই ফ্রিজে রয়েছে ডিরেক্ট কুলিং সিস্টেম। ৪ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং রয়েছে এই ফ্রিজে। ডিজিটাল ইনভার্টার কমপ্রেসর থাকার ফ্রিজ চালালে বিশেষ শব্দ হবে না। বিদ্যুত কম পুড়বে ফলে ইলেকট্রিক বিলও কম আসবে। এই কমপ্রেসরে ২০ বছরের ওয়ারেন্টি পাবেন। লক অ্যান্ড কি মেকানিজম রয়েছে এই ফ্রিজে। অর্থাৎ স্যামসাংয়ের এই ফ্রিজ তালাচাবি দিয়ে বন্ধ রাখা সম্ভব। অ্যামাজনের গ্রেট সামার সেল থেকে এই ফ্রিজ কেনা যাবে ১৬,১৯০ টাকায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।