কলকাতা: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ আপাতত বহাল রাখার পর, সোমবার ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি রয়েছে। তার আগে কার্যত ডিগবাজি খেয়ে SSC চেয়ারম্যান দাবি করেছেন, যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। এবার সর্বোচ্চ আদালতে কী অবস্থান নেবে SSC? আদৌ কি তারা যোগ্য-অযোগ্য চাকরিহারাদের বিভাজন স্পষ্ট করতে পারবে?
ফের সুপ্রিম কোর্টে মামলার শুনানি: প্রধানমন্ত্রীর নির্দেশ মতো, যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে লিগাল সেল করেছে বিজেপি। উল্টোদিকে, যোগ্য-অযোগ্য বাছাইয়ের প্রশ্নে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পরেই, কার্যত ডিগবাজি খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে সোমবারই সুপ্রিম কোর্টে SSC-র চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে।
এখন সবথেকে বড় প্রশ্ন, এবার সুপ্রিম কোর্টে কী অবস্থান নেবে SSC? সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে যোগ্য ও অযোগ্যদের বিভাজন স্পষ্ট করবে SSC? হাইকোর্টে যে তথ্য দিতে পারেনি, তা কি দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন? এর আগের শুনানিতে হাইকোর্টের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশই আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। SSC-র কাছে দেশের প্রধান বিচারপতি জানতে চান, OMR শিট নেই। নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে আপনারা কী করে যোগ্য়-অযোগ্য় প্রার্থীদের আলাদা করবেন? যা নিয়ে কয়েকদিন আগে SSC-র চেয়ারম্য়ান বলেছিলেন, যোগ্য়-অযোগ্য়দের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব।
কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী চাকরিহারা যোগ্য়দের পাশে দাড়ানোর আশ্বাস দেওয়ার পর ডিগবাজি খান এসএসসির চেয়ারম্য়ানও। সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, “আমরা চেষ্টা করব যে মহামান্য় সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য়, অযোগ্য় বিভাজন করা সম্ভব।’’ এই পরিস্থিতিতে সোমবার SSC-র অবস্থানের দিতে তাকিয়ে চাকরিহারারা।
এদিকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চাকরি কেড়ে নেওয়ার গোসাই। এখন বলছে আমরা সাহায্য করব। কোনও সাহায্যের দরকার নেই। আমরাই সাহায্য় করছি এবং আমরাই করব। আপনাদের চিন্তা করার কোনও কারণ নেই। ইচ্ছা অনুয়ায়ী একটা বলে দিল। যে কেউ ৫ টাকা খরচ করে একটা আদালতে মামলা করতে পারে। আর সবই তো বসে আছে বিজেপির কেউ না কেউ। তারা একটা অর্ডার দিয়ে দিল। প্রমাণ হল না। আপনি চোর হয়ে গেলেন? আগে তো প্রমাণ করতে হবে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas: জল-আলোর কাজ হয়নি কেন? জয়নগরে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী