কলকাতা: ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লাভপুরের সভা থেকে ফের পাশে থাকার বার্তা মমতার। তৃণমূল নেত্রী (TMC) এদিন বলেন, 'কেষ্ট জেলে আছে, কিন্তু এই ছেলেটাই উন্নয়ন করত। বিজেপি সাজিয়ে মামলা করেছে, কিন্তু কতদিন আটকে রাখবে?'
ঠিক কী বলেছেন মমতা?
তৃণমূল নেত্রী বলেন, 'উন্নয়ন অনেক হয়েছে। অনেক ব্রিজ হয়েছে। বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পর পর চারটি সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। বিজেপি সাজিয়ে গুছিয়ে মামলা করেছে। তাতে কী যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে।হেমন্ত সোরেন একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী ছিল তাঁকেও তো গ্রেফতার করে রেখে দিয়েছে। কাকে করেনি? হাতে সিবিআই আছে, আয়কর আছে, বিচারব্যবস্থারও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। মামলা সাজাচ্ছে আর করছে।'
বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেষ্টকে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। নির্বাচন হয়ে যাবে...ওকে বলেছে তুমি বিজেপি করবে না। বিজেপিকে মদত করবে। তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেব। দেখবেন বীরভূমে নির্বাচন হয়ে যাবে ও-ও ছাড়া পেয়ে যাবে।'
আরও পড়ুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা,মহিলাদের সম্মানহানির অভিযোগে FIR
এর আগেও বারংবার কেষ্টর প্রশংসা শোনা গিয়েছিল মমতার মুখে। জনসভায় নেত্রী বলেন, 'কেষ্ট ছিল এখানকার মাটির মানুষ। আইন আইনের পথে চলবে কিন্তু গরীব মানুষ কেষ্টর কাছে গেলে ফেরাত না। নিজের জেলাকে কেষ্ট হাতের তালুর মতো চিনত। ইলেকশনের দিন যাতে ও বেরোতে না পারে তাই ওকে নজরবন্দি করে রাখা হত। রেইড করে বলছে বিজেপিকে ভোট না দিলে ইডি, সিবিআই যাবে'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে