100 GB Free Data: রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital) গ্রাহকদের জন্য দারুণ এক খবর নিয়ে এসেছে। নতুন একটি এইচপি স্মার্ট সিম ল্যাপটপে (HP Laptop) দুর্দান্ত অফার দিচ্ছে তারা। সেখানে ১০০ জিবি ফ্রি ডেটা (100 GB Free Data) দেওয়া হবে গ্রাহকদের। এই অফার পেতে হলে গ্রাহকদের একটি এইচপি স্মার্ট এলটিই ল্যাপটপ (HP Smart LTE Laptop) কিনতে হবে। তার সঙ্গে নিতে হবে একটি রিলায়েন্স ডিজিটালের স্মার্ট সিম (Reliance Digital Smart Sim)। এইচপি এলটিই ল্যাপটপ এবং স্মার্ট সিম থাকলে ইউজাররা জিও ডিজিটাল লাইফের ১০০ জিবি ফ্রি ডেটার সুবিধা পাবেন।


এইচপির কোন কোন ল্যাপটপে এই সুবিধা পাওয়া যাবে


HP 14ef1003tu এবং HP 14ef1002tu, এই দুটো eligible HP LTE ল্যাপটপের ক্ষেত্রে স্মার্ট সিম থাকলে ইউজাররা রিলায়েন্স ডিজিটালের ১০০ জিবি ফ্রি ডেটার সুবিধা পাবেন। একজন ইউজার যখন এইচপির এই নির্দিষ্ট এলিজেবল ল্যাপটপ কিনবেন তখন তার সঙ্গেই পাবেন একটি জিও সিম। বিনা খরচে এই সিম পাওয়া যাবে। আর তার সঙ্গেই থাকবে এক বছরের জন্য ১০০ জিবি ফ্রি ডেটা। এর খরচ ১৫০০ টাকা। আপনার ১০০ জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। প্ল্যানের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই স্পিডেই চলবে ইন্টারনেট। তবে ইউজার চাইলে স্পিড বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্ল্যানের রিচার্জ করতে পারবেন মাই জিও অ্যাপ থেকে।


কীভাবে এই অফার পাবেন



  • স্টেপ ১- উল্লিখিত দুটো এইচপি ল্যাপটপের মধ্যে একটি কিনুন।

  • স্টেপ ২- ল্যাপটপ ডেলিভারি পেলে বাড়ির কাছে রিলায়েন্স ডিজিটাল স্টোরে যান। ল্যাপটপ কেনার সাতদিনের মধ্যে গেলেই হবে। সঙ্গে পারচেজ ইনভয়েস নিয়ে যাবেন অতি অবশ্যই।

  • স্টেপ ৩- স্টোর এগজিকিউটিভকে আপনার এইচপি ল্যাপটপে নতুন জিও কানেকশন অ্যাক্টিভ করতে দিতে বলুন।

  • স্টেপ ৪- নতুন সিম নেওয়ার জন্য নিজের আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ জমা দিন।

  • স্টেপ ৫- সিম অ্যাক্টিভ হয়ে গেলে ল্যাপটপে সিম ইনসার্ট করুন। তাহলে জিওর নতুন পরিষেবা পাবেন।


আরও পড়ুন-'মনের মতো' মোবাইল নম্বর ! এবার ভিআইপি সিম পান বিনামূল্যে