Mobile Recharge: ফের বাড়তে পারে রিলায়েন্স জিওর মোবাইল রিচার্জের দাম। আবারও ট্যারিফ বাড়াতে পারে জিও।সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে এরকমই এক তথ্য। এই মন্তব্য করেছে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত বিদেশি গবেষণা সংস্থা জেফরিজ। 


Reliance Jio: কী থেকে এই ধারণা ?
সম্প্রতি কোম্পানির বার্ষিক সাধারণ সভায় 5G পরিষেবায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। সেই মন্তব্যের পরই একটি রিপোর্টে সামনে এসেছে জেফরিজের প্রতিক্রিয়া। যেখানে এই সংস্থা জানিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে ট্যারিফ চার্জ বাড়াতে হবে রিলায়েন্সকে।


Mobile Recharge: কী বলেছে জেফরিজ ?
Jefferies তাদের প্রতিবেদনে বলেছে, ২০২১-২২ সালে Reliance Jio প্রতি ব্যবহারকারীর থেকে ১৫০ টাকা গড় আয় (ARPU) করেছিল। যা এখন বেড়ে ১৭৬ টাকা হয়েছে। Jefferies আশা করে, ২০২৫ সালের মধ্যে ট্যারিফ বাড়ানোর পরে, ব্যবহারকারী প্রতি গড় আয় বেড়ে ২০০ টাকার বেশি হয়ে যাবে। তবে এটি প্রিপেইড ও পোস্ট পেইড ট্যারিফ বৃদ্ধির পরেই সম্ভব।


আসলে, 5G স্পেকট্রামের ব্যয়বহুল নিলামের পরেই মোবাইলের ট্যারিফ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে দেশে তিনটি টেলিকম কোম্পানি ও আদানি গ্রুপ 5G স্পেকট্রাম নিলামে ১,৫০,১৭৩ কোটি টাকার স্পেকট্রামের জন্য দরপত্র দিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ব্যায়ের পর মোবাইল কোম্পানিগুলি ট্যারিফ বাড়তে বাধ্য বলে মনে করা হচ্ছে। 


সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও মোট ৮৮,০৭৮ কোটি টাকার জন্য বিড করেছে। দীপাবলির মধ্যে দেশের বড় শহরে 5G মোবাইল পরিষেবা চালু করবে। মনে করা হচ্ছে, 5G পরিষেবাগুলিতে তারা যে বিনিয়োগ করেছে তার রিটার্ন পেতে সংস্থাগুলিকে তাদের রাজস্ব বাড়াতে হবে। এই পরিস্থিতিতে টেলিকম কোম্পানিগুলোর ওপর মোবাইলের ট্যারিফ বাড়ানোর চাপ বাড়তে শুরু করেছে। এবার সবাই পোস্টপেইড মোবাইলের ট্যারিফ ও ডেটা রেটগুলিকেই প্রথমে টার্গেট করবে। এর আগে Airtel, Vodafone Idea ছাড়াও রিলায়েন্স জিও প্রিপেইড মোবাইল ট্যারিফ বাড়ানোর ঘোষণা করেছিল।টেক সাইটগুলির খবর সত্যি হলে, আগামীদিনে প্রিপেইডের পাশাপাশি পোস্টপেইড মোবাইলের ট্যারিফ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে টেলিকম কোম্পানিগুলো। সব টেলিকম কোম্পানির ম্যানেজমেন্ট থেকেই এই ইঙ্গিত দেওয়া হয়েছে। 


আরও পড়ুন : Jio 5G: ফাইভ জি শুনেছেন, 'স্ট্যান্ড অ্যালোন' ৫জি কী ? জিওর প্রযুক্তি কোথায় আলাদা ?