Royal Enfield 650: রয়্যাল এনফিল্ড শীঘ্রই ওয়্যার-স্পোক হুইল সহ দুটি নতুন 650cc বাইক আনবে। নতুন আকর্ষণীয় নিও-রেট্রো প্রোফাইলে এই বাইক আনতে চলেছে কোম্পানি। সম্ভবত এই কারণেই কোম্পানি অ্যালয় হুইল সহ ইন্টারসেপ্টর ও কন্টিনেন্টাল জিটি 650 অফার করেনি। কোম্পানি শীঘ্রই ইউরোপে লঞ্চ করার পর ভারতে এই ধরনের মডেল লঞ্চ করবে।


Royal Enfield 650: কী থাকবে নতুন বাইকে ?
অ্যালয় হুইলগুলি বাইকটিকে একটি স্পোর্টিয়ার ও আক্রমণাত্মক নতুন প্রোফাইল দেবে। তবে 650 টুইনটি সাধারণ ভাইবগুলির সঙ্গে চেহারায় বেশ আলাদা। এতে টিউবলেস টায়ার সহ অ্যালয় হুইলগুলি আরও আকর্ষণীয় হবে, কারণ এই চাকাগুলি ঠিক করা অনেক সহজ। টিউব টায়ারের সঙ্গে তারের-স্পোক থাকায় পাংচার ঠিক করতে চাকা বের করার প্রয়োজন পড়বে না।  


ভারতীয় রাস্তা অনুযায়ী টিউবলেস টায়ার সহ অ্যালয় হুইল একটি দুর্দান্ত বিকল্প। অ্যালয় হুইলের আরেকটি সুবিধা হল এগুলি রক্ষণাবেক্ষণও সহজ। ওয়্যার-স্পোক চাকা ভিতরে ঘষে, জল বা স্যাঁতসেঁতে অবস্থার থাকলে তাতে মরচে পড়ার প্রবণতা তৈরি হয়, যা অ্যালয় হুইলে হয় না। 


Royal Enfield 650: নতুন রঙে পাওয়া যাচ্ছে
Royal Enfield 650 twin বাইকটি কিছু কসমেটিক আপডেটও পাবে, যেমনটি ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে। Royal Enfield 650 Twins অ্যালয় হুইল ভেরিয়েন্ট নতুন কালার ও গ্রাফিক অপশনে বাজারে আসবে। কন্টিনেন্টাল GT650 কমলা স্ট্রাইপ সহ সিলভার রঙে ও নীল স্ট্রাইপ সহ কালো রঙে পাওয়া যাবে।


Auto News: ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর 650 অ্যালয় হুইল ভেরিয়েন্ট নেভি ব্লু-তে অরেঞ্জ/ইয়েলো ডুয়াল টোন ফিনিশের সঙ্গে পাওয়া যাবে। এছাড়াও এই বাইকগুলিতে ইঞ্জিন, এক্সজস্ট, ফ্রন্ট ফর্ককে ব্ল্যাক আউট ফিনিশ দেওয়া হয়েছে।


OBD-2 আপডেট পাওয়া যাবে
রয়্যাল এনফিল্ডের এই 650টি বাইক দুটিও OBD-2-এর আপডেট পাবে। OBD-2 কমপ্লায়েন্সের অধীনে, এই বাইকটিকে অন-বোর্ড ডায়াগনস্টিক সিস্টেম দেওয়া হবে। এটি রিয়েল টাইমে নির্গমনের মাত্রা নিরীক্ষণ করে। আপডেট করা Royal Enfield 650-এর এই দুটি বাইকই আগামী কয়েক দিনের মধ্যে দেশে লঞ্চ হতে পারে। ইন্টারসেপ্টর 650-এর বর্তমান মডেলের দাম 2.9 লক্ষ থেকে 3.14 লক্ষ টাকার মধ্যে, যেখানে Continental GT 650-এর এক্স-শোরুম দাম 3.05 লক্ষ থেকে 3.31 লক্ষ টাকার মধ্যে৷


আরও পড়ুন LIC Policy সারেন্ডার করলেই সব টাকা পাবেন, কী বলছে নিয়ম ?


Car loan Information:

Calculate Car Loan EMI