Samsung Black Friday Sale: স্যামসাংয়ের ব্ল্যাক ফ্রাইডে সেল (Samsung Black Friday Sale) শুরু হতে চলেছে আগামী ২৪ নভেম্বর। এই সেল চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। চারদিনের এই সেলে স্যামসাংয়ের (Samsung) বিভিন্ন প্রোডাক্টের উপরে থাকবে দুর্দান্ত অফার। গ্যালাক্সি জেড ফোল্ড ৪, গ্যালাক্সি জেড ফ্লিপ ৪, গ্যালাক্সি এস২২- স্যামসাংয়ের এই লেটেস্ট প্রোডাক্টগুলোর উপরেও থাকবে আকর্ষণীয় ছাড়। মোবাইল ফোন, স্মার্ট টিভি এবং অন্যান্য অ্যাকসেসরিজের উপর থাকতে চলেছে নো-কস্ট ইএমআই- এর সুবিধা। এছাড়াও থাকবে এক্সচেঞ্জ অফার। অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং এসবিআই- এর কার্ডে থাকবে অতিরিক্ত কিছু অফার। এইসব ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশন ব্যবহার করলে জিনিস কিনলে অতিরিক্ত অফার পাবেন ক্রেতারা।
আইফোন ১৪
ভারতে আইফোন ১৪ লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। এখন সেই ফোন পাওয়া যাচ্ছে ৫৭,১০০ টাকায়। অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে এই ফোন কিনলে সুবিধা পাবেন ক্রেতারা। আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম বর্তমানে অ্যামাজনে ৭৮,৪০০ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে এই ফোন অ্যামাজন থেকে কিনলে ফ্ল্যাট ৫০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর ফলে আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হবে ৭৩,৪০০ টাকা। এর পরেও রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো আইফোনের পরিবর্তে আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ মডেল কেনার সুযোগ থাকছে। এক্ষেত্রে ১৬,৩০০ টাকা পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন। তার ফলে ফোনের দাম কমে হবে ৫৭,১০০ টাকা।
ওয়ানপ্লাস ১০ প্রো
ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের দাম ভারতে ৫০০০ টাকা কমেছে। চলতি বছর মার্চ মাসে এই ফোন দেশে লঞ্চ হয়েছিল। ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এখন দাম ৬১,৯৯৯ টাকায়। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৬,৯৯৯ টাকায়। ওয়ানপ্লাস ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন। ফ্লিপকার্টে আবার এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ৬০,৯৯৯ টাকা।
রিয়েলমি ১০ ৪জি
রিয়েলমি ১০ ৪জি ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে রিয়েলমির এই ৪জি (Realme 4G Phone) ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই বলেই শোনা যাচ্ছে। এই ফোনে তিনটি র্যাম এবং স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। খুব বেশি দাম হবে না এই ফোনের। মাঝামাঝি দামের মধ্যেই রিয়েলমি ১০ ৪জি ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।