Samsung: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি (Samsung Galaxy A25 5G) - এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) এই দুই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির AMOLED স্ক্রিন। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে রয়েছে সংস্থার নিজস্ব Exynos 1280 প্রসেসর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর, তবে তার নির্দিষ্ট নাম জানা যায়নি। দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের দাম
স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৪৯৯ টাকা। অন্যদিকে স্যামসাগ গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। আর এই ফোনেরই ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এসবিআই কার্ডে ফোন কিনলে ক্রেতারা যথাক্রমে ১৫০০ টাকা এবং ৩০০০ টাকা ছাড় পাবেন। ১ জানুয়ারি থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও এই ফোন পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোর এবং অন্যান্য ই-কমার্স সাইটে। Blue Black, Blue, Yellow- এই তিন রঙে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোন।
স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি- এই দুই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই দুই ফোনে রয়েছে ডুয়াম সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5- এর সাপোর্ট। পাঁচ বছরের সিকিউরিটি আপডেট এবং চার বছরের অপারেটিং সফটওয়্যার আপডেট পাবেন ইউজাররা, এমনই দবি করেছে সংস্থা।
- স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের দুই ফোনেই রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- দুটো ফোনের রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের শুটার। দুটো ফোনেই ১৩ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
আরও পড়ুন- ভারতে আসছে রেডমি নোট ১৩ সিরিজ, কোথা থেকে কেনা যাবে ফোন? কী কী ফিচার থাকতে পারে?