কলকাতা: ফোনের গোপন ছবি ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কয়েকটি সাইটে। যা নিয়ে টেক ব্লগারদের কৌতূহলের অন্ত নেই। A52 ও A72-এর পর নয়া A-সিরিজ আনছে স্যামসাং। কত হতে পারে নতুন মডেলের দাম?
চিনা মোবাইল কোম্পানিগুলির সঙ্গে পাঞ্জা কষতে ইতিমধ্যেই নয়া বিজনেস পলিসি নিয়েছে স্যামসাং। নতুন পলিসি অনুসারে, প্রতি দু'মাস অন্তর নতুন ফোন আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এই দক্ষিণ কোরিয়ার কোম্পানি। সংস্থার পলিসি আপডেটের পর থেকেই একের পর এক ফোন বাজারে এনে চলেছে স্যামসাং। টেক ব্লগারদের মতে, এবার Samsung A22 5G আনছে কোম্পানি।
টিইউভি রেইনল্যান্ড ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ফোন। যেখানে কোম্পানির সার্টিফিকেশনের নতুন মডেল দেখা গিয়েছে। গত কয়েক মাস ধরেই ফোনের ছবি ঘুরছিল অনেকগুলি সাইটে। শোনা যাচ্ছে, স্যামসাঙের এই নতুন মডেলে থাকছে ৫জি সাপোর্ট। সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং। ৫জি-র পাশাপাশি ফোনের ৪জি ভেরিয়েন্টও আনতে পারে কোম্পানি। টেক ব্লগারদের মতে, Samsung A22 5G-এর সঙ্গে F22 5G আনতে পারে এই সাউথ কোরিয়ান টেক জায়ান্ট।
গত সপ্তাহেই গিকবেঞ্চের ওয়েবসাইটে স্যামসাঙের নতুন ফোনের স্পেসিফিকেশন দাখিল হয়। যা দেখে অনেকেই দাবি করেন, এবার Samsung A22 5G আনছে সংস্থা। টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন সাইটে এই ফোনের নাম দেওয়া হয়েছে SM-A226B। স্ক্রিনশট অনুসারে, ৯ ভোল্টের ইনপুট সাপোর্ট করবে স্যামসাঙের নতুন ফোন।
কত দাম হতে পারে Samsung A22 5G-র
বিভিন্ন টেক সাইটের দাবি অনুযায়ী ১৩,১০০ টাকা দাম হতে পারে স্যামসাঙের নতুন ফোনের। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই বিশ্ববাজারে পাওয়া যাবে এই ফোন। F62-র মতো ফোনের কভারে হাল্কা সবুজের মধ্যে সাদার ছোঁয়া থাকতে পারে।
ফোনের স্পেসিফিকেশন
গিকবেঞ্চের স্ক্রিনশট অনুযায়ী, নতুন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট থাকছে না। পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। বেস ভেরিয়েন্টে দেওয়া থাকতে পারে ৬ জিবির RAM। প্রথম থেকেই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ১১-এ চলবে ফোন। ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ থাকতে পারে ফোনে। সম্প্রতি ফোনের সেরকমই ছবি সামনে এসেছে। এছাড়াও ৩.৫ এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে ফোনে। নতুন মডলে থাকতে পারে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে।
ফোনের ক্যামেরা
লোয়ার রেঞ্জের ফোন হলেও Samsung A22 5G-তে থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি ক্যামেরার সেন্সর ৪৮ মেগাপিক্সলের। বাকি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকতে পারে। সেলফির জন্য কোম্পানি দিতে পারে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।