Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) ফোন লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। চারটি রঙে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। Awesome Silver, Awesome Violet, Awesome Lime, Awesome Graphite- এই চার রঙে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। এছাড়াও শোনা যাচ্ছে, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ফোনে ২৫ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। Bureau of Indian Standards (BIS)- এর সাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। অতএব স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। 


স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনও Awesome White, Awesome Graphite, Awesome Lime, Awesome Violet- এই চারটি রঙে লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। দুটো ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন। এই ফোনে Exynos 1280 SoC থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর। এলইডি ফ্ল্যাশ থাকতে পারে এই ফোনে। 


Realme GT 3: অনুমান করা হচ্ছে, রিয়েলমি জিটি ৩ (Realme GT 3) ফোন আদতে রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) ফোনের rebadged ভার্সান হতে চলেছে। তাই এই দুই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইনে মিল থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আবার রিয়েলমি সংস্থা সম্প্রতি একটি ট্যুইটে রিয়েলমি জিটি ৫জি এবং রিয়েলমি জিটি ২- এই দুই ফোন লঞ্চের কথাও ঘোষণা করেছে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হল ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন, কত খরচে কিনতে পারবেন ব্লু টিক?