নয়া দিল্লি: ইউরোপ, ভারতের বাজারে আত্মপ্রকাশের আগেই ফাঁস হয়ে গেল দাম। নতুন ফোনে প্রতিযোগীদের কড়া টক্কর দিতে চলেছে স্যামসাং। শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A52s 5G।


মিডরেঞ্জ সেগমেন্টে Samsung Galaxy A52 5G আগেই এসেছিল দেশে। এবার তার আরও উন্নত মডেল আনতে চলেছে স্যামসাং। শীঘ্রই ইউরোপ ও ভারতের মোবাইল বাজারে লঞ্চ হবে এই ফোন। তার আগেই ইউরোপের রিটেলার ওয়েবসাইটে প্রকাশ্যে চলে এল ফোনের দাম। টেক সাইটগুলির রিপোর্ট বলছে, দামের পাশাপাশি ফোনের স্টোরেজ ও রঙের তথ্য ফাঁস করা হয়েছে। 


গত মাসেই 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' (BIS)-এ তালিকাভুক্ত হয়েছে এই ফোন। টেকনোলজি ব্লগ DealNTech দাবি করেছে, শীঘ্রই ইউরোপে নামছে এই ফোন। নতুন মডেলে অসাম ব্ল্যাক, অসাম, মিন্ট, অসাম, ভায়োলেট ছাড়াও অসাম হোয়াইট রং দিয়েছে কোম্পানি।


Samsung Galaxy A52s 5G-এর সম্ভাব্য দাম


রিটেলার সাইটের দাবি অনুযায়ী, ইউরোপে এই ফোনের দাম হতে চলেছে EUR ৪৩৪.৬৪। ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ৩৮,৪০০ টাকা। নতুন মডেলের ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এই দামে পাবেন ক্রেতারা। গত মার্চে ইউরোপে EUR ৩৪৯-এ আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy A52 5G। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম ছিল ৩০,৮০০টাকা।


Samsung Galaxy A52s 5G-র সম্ভাব্য স্পেসিফিকেশন


সম্প্রতি গিকবেঞ্চে এই ফোন দেখা গিয়েছে। টেক সাইটগুলির তথ্য সত্য হলে, এতে ৮ জিবি, ১২৮ জিবির একমাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট হতে চলেছে। অ্যান্ড্রয়েড ইলেভেনে চলবে এই ফোন। শোনা যাচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭৭৮ প্রসেসর হতে চলেছে স্যামসাঙের নতুন ফোনে। পাঞ্চ হোল ক্যামেরা ডিসপ্লে ছাড়াও তিনটি রেয়ার ক্যামেরা থাকতে পারে কোম্পানির নতুন ফোনে। তবে এত কিছুর মধ্যে ভারতে ঠিক কবে এই ফোন আসতে চলেছে তা এখনও প্রকাশ্যে আনেনি কোম্পানি। মনে করা হচ্ছে, ইউরোপে লঞ্চের পরই ভারতে আত্মপ্রকাশ করবে Samsung
Galaxy A52s 5G। সেক্ষেত্রে দেশের বাজারের জন্য আলাদা ভ্যারিয়েন্ট আনতে পারে স্যামসাং।