Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দুটো ফোন লঞ্চ হয়েছে ভারতে। একইদিনে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) - এই দুই ফোন। ভারতে লঞ্চের আগেই ১৫ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই দুই ৫জি ফোন। ২৮ মার্চ থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনের দাম এবং বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং এ৩৪ ৫জি ফোনের দাম


স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা। Awesome Lime, Awesome Graphite, Awesome Violet- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন। 


স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। Awesome Lime, Awesome Graphite এবং Awesome Silver- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন। 


স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এই দুই ফোনের জন্য প্রি-বুকিং শুরু হয়েছে ১৬ মার্চ থেকে। আর ফোনের ডেলিভারি শুরু হবে ২৮ মার্চ থেকে। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ৩০০০ টাকা ক্যাশব্যাক পাবেন বলে জানা গিয়েছে। এছাড়াও যাঁরা স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনের জন্য প্রি-বুকিং করেছেন তাঁরা গ্যালাক্সি বাডস লাইভ পাবেন মাত্র ৯৯৯ টাকায়। এছাড়াও থাকছে ইএমআই অপশন। 


স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন


এই দুই ফোনেই রয়েছে Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে অক্টা-কোর প্রসেসর। তবে প্রসেসরের নির্দিষ্ট নাম জানা যায়নি। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনই পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1- এর সাহায্যে। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। 


Budget Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন। দাম ৮ হাজার টাকারও কম। তবে ফিচার বেশ নজরকাড়া। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Itel P40 ফোন। এই মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। 


আরও পড়ুন- চিনের সংস্থা ইনফিনিক্সের নতুন ফোন আসছে ভারতে, কবে লঞ্চ? জেনে নিন দিনক্ষণ