Samsung Galaxy 'A' Series 5G Phone: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের দুটি নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১১ মার্চ। ওই দিন দেশে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি (Samsung Galaxy A55 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি (Samsung Galaxy A35 5G) - এই দুই ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে অনলাইনে এই দুই ফোনে র‍্যাম, স্টোরেজ, দাম এবং কী কী রঙে ফোন লঞ্চ হতে পারে সেই আভাস পাওয়া গিয়েছে।


স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- এই দুই ফোনের সম্ভাব্য র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন, দাম এবং রঙ



  • স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে দাম হতে পারে ৩৯,৭০০ টাকার আশপাশে। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪৩,৮০০ টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩১,৪০০ টাকার আশপাশে। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৭,২০০ টাকার আশপাশে।

  • স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- এই দুই ফোন Ice Blue, Lemon, Lilac, Navy Blue- এই চারটি রঙে লঞ্চ হতে পারে ভারতে। 


স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে



  • এই দুই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এগুলি AMOLED স্ক্রিন হতে পারে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। এই ডিসপ্লের উপর সুরক্ষার খাতিরে থাকতে পারে Gorilla Glass Victus প্রোটেকশন।

  • স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে সংস্থার নিজস্ব Exynos 1480 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে Exynos 1380 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এই দুই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6.1- এর সাপোর্টে। এছাড়াও এই দুই ফোনে Knox 3.1 প্রোটেকশন থাকতে পারে। 

  • স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ১২ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড লেন্স যুক্ত এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনেও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। এখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। আর স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের স্ক্রিনের উপরে ১ ২মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন?