Samsung Galaxy F15 5G: স্যামসাং সংস্থা জানিয়েছে ভারতে লঞ্চ হতে চলেছে তাদের গ্যালাক্সি 'এফ' সিরিজের (Samsung Galaxy Smartphone) নতুন ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F16 5G)। আগামী ৪ মার্চ ভারতে এই ফোন লঞ্চ হবে। এখানে থাকতে চলেছে একটি বড় sAMOLED ডিসপ্লে। এছাড়াও থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, বড় এবং শক্তিশালী ব্যাটারি। আগামী ৪ মার্চ ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে ভারতে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ই-কমার্স সংস্থার ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে। সেখানে এই ফোনের কিছু ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যেই হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, লঞ্চের পর স্যামসাংয়ের এই ফোন মোটোরোলা, ইনফিনিক্স, টেকনো, রেডমি, রিয়েলমি, পোকো- এইসব সংস্থার ফোনের সঙ্গে প্রতিযোগিতায় ভালভাবে পাল্লা দেবে। 


এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকতে পারে। এছাড়াও ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের চার বছরের জন্য অপারেটিং সফটওয়্যারের আপগ্রেড পাওয়া যাবে। এর সঙ্গে মিলবে পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট।

  • স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লে একটি sAMOLED প্যানেল হতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনের স্ক্রিন একটি Infinity U ডিসপ্লে হতে পারে। তার উপরে Corning Gorilla Glass প্রোটেকশন থাকতে পারে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। ফোনের রেয়ার এবং ফ্রট ক্যামেরা 1080p ভিডিও শুট করা সম্ভব হবে বলে শোনা গিয়েছে। 

  • ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এইসব কানেক্টিভিটি থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হতে পারে ফোন। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে স্যামসাংয়ের এই ফোনে। 


আরও পড়ুন- ভারতে এখন ৮০০০ টাকার কমে কিনতে পারবেন এই ৫ ফোন