Samsung Galaxy F55 5G: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের (Samsung galaxy F Series) নতুন ৫জি ফোন (5G Phone)। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, মে মাসের শুরুর দিকেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি (Samsung Galaxy F55 5G) ফোন দেশে লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, একটি মিড-রেঞ্জ ফোন (Mid Range Phone) হিসেবে এই মডেল লঞ্চ হবে। অর্থাৎ ফোনের দাম থাকবে মাঝামাঝি, আকাশছোঁয়া হবে না। স্যামসাং গ্যালাক্সি সি৫৫ ৫জি (Samsung Galaxy C55 5G) ফোনের সঙ্গে ডিজাইন এবং স্পেসিফিকেশনের দিক থেকে বেশ কিছু মিল থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের। ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের আসন্ন ৫জি ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। এমনকি আভাস পাওয়া গিয়েছে এই ফোনের দাম প্রসঙ্গেও। 


দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে (সম্ভাব্য তথ্য) 



  • স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর।

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে ভেগান এলদার ফিনিশ। দুটো রঙে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 


স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে এবং কোথা থেকে কেনা যেতে পারে এই ফোন 


টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে দাবি করেছেন স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন লঞ্চ হতে পারে তিনটি ভ্যারিয়েন্টে। একটি মডেলে থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই মডেলের দাম হতে পারে ২৬,৯৯৯ টাকা। আর একটি মডেলে থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৯,৯৯৯ টাকা। এছাড়া আরও একটি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে যেখানে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে। এই ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে বলে শোনা যাচ্ছে। 


আরও পড়ুন- পোকো এক্স৬ ৫জি ফোন ভারতে হাজির নতুন রঙে, দাম কত? কী কী অফার পাবেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।