Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের (Samsung Galaxy F Series) একটি নতুন ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এবার লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোন (Samsung Galaxy F55)। তবে এই ফোন কবে দেশে লঞ্চ হবে সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোন নাকি আসলে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি (Samsung Galaxy A55 5G) ফোনের একটি rebadged ভার্সান হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের সঙ্গে। যদি সত্যিই স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি কয়েকদিন আগে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের rebadged ভার্সান হয়, তাহলে দুই ফোনের ফিচারে মিল থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন
- এই ফোনে ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে। সেই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। এটি একটি AMOLED স্ক্রিন হতে পারে।
- স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনে একটি ৪এনএম Exynos 1480 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6.1 - এর সাহায্যে।
- স্যামসাংয়ের আসন্ন এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা রয়েছে।
ভারতে সম্প্রতিই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন, দাম কত
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪২,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৪৫,৯৯৯ টাকা। Awesome Iceblue এবং Awesome Navy- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন।
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ৫জি ফোনে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন সংস্থার নিজস্ব Exynos 1480 প্রসেসর রয়েছে।
আরও পড়ুন- দোলের দিন রং-আবির-জল থেকে নিজের ফোন, ইয়ারফোন কিংবা স্মার্টওয়াচ সুরক্ষিত রাখবেন কীভাবে?