Samsung Galaxy M04: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung Smartphones) তাদের এম সিরিজের ফোন গ্যালাক্সি এম০৪ (SamsungGalaxy M04) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, হয়তো আগামী সপ্তাহেই অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনের দাম ৮৯৯৯ টাকা হতে পারে বলে শোনা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এমনকি স্যামসাংয়ের এই নতুন ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণও জানা যায়নি। এই ফোনে র‍্যাম প্লাস ফিচার থাকবে বলে শোনা গিয়েছে। এই ফিচারের সাহায্যে ফোনের র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে ৮ জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এই ফোনের দাম ১০ হাজার টাকার কম হবে বলেই জানা গিয়েছে এখনও পর্যন্ত। স্যামসাংয়ের আসন্ন এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর ফলে এই ফোনে একবার চার্জ দিলে একদিন ভালভাবেই কাজ চলে যাবে বলে শোনা গিয়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে স্যামসাং সংস্থা তাদের গ্যালাক্সি এম১৩ ফোন লঞ্চ করেছিল। সেখানে ছিল স্টাইলশ ডিজাইন এবং শক্তিশালী ফিচার।


ইনফিনিক্স স্মার্টফোন


ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ সিরিজের দুটো ফোন। এই সিরিজে একই সঙ্গে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ ৫জি এবং ইনফিনিক্স হট ২০ প্লে- এই দুই ফোন। ইনফিনিক্স হট ২০ প্লে ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। Luna Blue, Aurora Green, Racing Black- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ প্লে ফোন। ৬ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। আগ্রহীরা জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন। অন্যদিকে, ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের ৪জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। Blaster Green, Racing Black, Space Blue- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ ৫জি ফোন। ৯ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে। 


ওয়ানপ্লাস স্মার্টফোন 


ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা তাদের নর্ড সিরিজের নতুন ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) লঞ্চের পরিকল্পনা করছে। এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি সংস্থা। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লঞ্চ হয়েছে চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে। তার সাকসেসর হিসেবেই লঞ্চ হতে চলেছে নতুন ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩। এই নতুন ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। 


আরও পড়ুন- কবে লঞ্চ হবে আইকিউওও ১১ ৫জি? সঙ্গে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ এসই