কলকাতা: নতুন M সিরিজ়ের ফোন নিয়ে বাজারে স্যামসাং। গ্যালাক্সি M12। কোয়াড ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ডিসপ্লে রেট ৯০ Hz। দু'ধরনের ফোন নিয়ে বাজারে এসেছে M12। একটিতে ৪GB RAM ও ৬৪GB স্টোরেজ। অন্যটি ৬GB RAM ও ১২৮GB স্টোরেজ।
কোম্পানির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তরুণ গ্রাহকদের পছন্দ মাথায় রেখে এই নয়া সংযোজন তাদের। Galaxy M12- #MonsterReloaded।
ফোনটির বৈশিষ্ট্য একনজরে দেখে নেওয়া যাক...
ডিসপ্লে - ৬.৫ ইঞ্চি HD+ (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে। অ্যাসপেক্ট রেশিও ২০:৯।
এক্সিনোস ৮৫০ SoC। ৬ জিবি RAM। ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত।
অ্যান্ড্রয়েডের ওয়ান UI কোর OS- রয়েছে ফোনটিতে। রয়েছে ন্যানো ডুয়াল সিম স্লট।
ক্যামেরা - ফোনটির কোয়াড ক্যামেরা সেট আপ ৪৮ মেগাপিক্সেলের। আল্ট্রা ওয়াইড সেন্সরটি ৫ মেগাপিক্সেলের। রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। স্মার্টফোনটির সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
ফোনটির ব্যাটারি ৬,০০০ mAh-এর। 4G LTE, ওয়াইফাই ৮০২.১১ b/g/n, ব্লুটুথ ৫.০ জিপিএস/ A-জিপিএস, USB টাইপ সি -C সাপোর্ট রয়েছে ফোনটিতে। হেডফোন জ্যাক ৩.৫ mm-এর।
দাম ? প্রথমটির ১০,৯৯৯ টাকা। আর দ্বিতীয় মডেলটির দাম পড়বে ১৩,৪৯৯ টাকা।