কলকাতা: স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের (Samsung Galaxy M Series Smartphone) দু’টি নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, আগামী ১৪ জুলাই দেশে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম১৩ (Samsung Galaxy M13) এবং স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি (Samsung Galaxy M13 5G) ফোন। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের এই ৫জি ফোনে ১২টি ৫জি ব্যান্ডের সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ (5000 mAh) ব্যাটারি। ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon) এই দুই ফোনের জন্যই মাইক্রোসাইট তৈরি হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম১৩ ফোনের ৪জি ভ্যারিয়েন্টে ৬০০০ এমএএইচ (6000 mAh) ব্যাটারি থাকতে পারে বলে শোনা গিয়েছে।


স্যামসাং গ্যালাক্সি এম১৩ এবং স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে বলে শোনা গিয়েছে।

  • এই ৫জি মডেলে র‍্যাম প্লাস ফিচার থাকতে পারে। যার সাহায্যে প্রায় ১২ জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট পাওয়া সম্ভব।

  • এই ফোনে অটো ডেটা সুইচিং ফিচার রয়েছে। এর সাহায্যে আপনার ফোনের প্রাইমারি সিমে নেটওয়ার্ক না থাকলেও ডিভাইস কানেক্টেড থাকবে।

  • স্যামসাং গ্যালাক্সি এম১৩ ফোনের ৫জি ফোন সিলভার অর্থাৎ রুপোলি রঙে লঞ্চ হতে পারে। এই ভ্যারিয়েন্টে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর থাকতে পারে।

  • এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।

  • স্যামসাং গ্যালাস্কি এম১৩ ৪জি ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিট ভি ডিসপ্লে থাকতে পারে। ব্ল্যাক, সিলভার, ব্রাউন- এই তিন রঙে স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৪জি ফোন লঞ্চ হতে পারে ভারতে।

  • এছাড়াও এই ৪জি ফোনে একটি Exynos 850 প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে। ১২ জিবি র‍্যামও থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি।


আরও পড়ুন- ৭০০০ এমএএইচের ব্যাটারি, একবার চার্জ দিলে দু'দিন চলবে এই পাঁচটি স্মার্টফোন