কলকাতা: স্মার্টফোনের (Smartphone) কেনার সময় তরুণ প্রজন্মের বেশিরভাগেরই নজর থাকে ফোনের ক্যামেরা ফিচারের (Camera Fatures) দিকে। তবে আর একটা জিনিসেও নজর রাখা প্রয়োজন। সেটি হল ফোনের ব্যাটারি (Battery)। অনেকেই অবশ্য বাকি সব ফিচার বাদ দিয়ে আগে নজর দেন স্মার্টফোনের ব্যাটারির দিকে। সাধারণত ৪৫০০ এমএএইচ বা ৫০০০ এমএএইচ ব্যাটারি আজকাল প্রায় সব ফোনেই দেখা যায়। কিন্তু ইতিমধ্যেই এমন কয়েকটি ফোন লঞ্চ হয়েছে, যেখানে রয়েছে ৭০০০ এমএএইচ (7000 mAh Battery) ব্যাটারি। একবার চার্জ দিলে টানা দু’দিন এইসব ফোনে ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে জানা গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ৭০০০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন কোন কোন স্মার্টফোন লঞ্চ হয়েছে।


টেকনো পোভা ৩- এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ৬.৯ ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে অক্টা-কোর হেলিও জি৮৮ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।


টেকনো পোভা ২- এই ফোনেও ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেখা যাবে। এছাড়াও রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর।


স্যামসাং গ্যালাক্সি এফ৬২- এই ফোনে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাপোর্ট, কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং Exynos 9825 প্রসেসর রয়েছে।


স্যামসাং গ্যালাক্সি এম৬২- এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 9825 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।


স্যামসাং গ্যালাক্সি এম৫১- স্যামসাংয়ের এই ফোনেও রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর, কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, অ্যান্ড্রয়েড ১১-র সাপোর্ট দেখা যাবে এই ফোনে।


আরও পড়ুন- বৃষ্টির মধ্যে কিংবা জলের তলায়, টাইপ করতে পারবেন আইফোনে! নতুন ফিচারে চমক অ্যাপেলের