Samsung Galaxy M14 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন। স্যামসাংয়ের এই ফোনে রয়েছে 5nm Exynos 1330 chipset। ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে। ভারতে এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯০ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকা। নীল, গাঢ় নীল এবং রুপোলি রঙে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ফোন। ২১ এপ্রিল থেকে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের বিক্রি শুরু হবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। 


স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির PLS LCD ডিসপ্লে। ফুল এইচডি রেজোলিউশন রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি Exynos 1330 octa-core SoC।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

  • স্যামসাংয়ের নতুন ফোনে ৬০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ২৫ ওয়াটের র‍্যাপিড চার্জিং ফিচারের সাপোর্ট। 


Gaming Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন গেমিং স্মার্টফোন সিরিজ (Gaming Smartphone Series)। সম্প্রতি লঞ্চ হয়েছে আসুস ROG ফোন ৭ সিরিজ। এই গেমিং স্মার্টফোন সিরিজে রয়েছে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। এই দুই গেমিং ফোনে রয়েছে কুলিং সলিউশন। আসুস ROG ফোন ৬ সিরিজের লঞ্চ হয়েছিল গতবছর জুলাই মাসে। এই স্মার্টফোন সিরিজের সাকসেসর হিসেবে আসুস ROG ফোন ৭ সিরিজ। 


Vivo X90 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ (Vivo X90 Series)। ভিভো সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষণা করা হয়েছে। সম্ভবত ২৬ এপ্রিল এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এবছরের শুরুর দিকেই ভিভো এক্স৯০ সিরিজ ভারতে আসবে একথা শোনা গিয়েছিল। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, ভিভো এক্স৯০ সিরিজে দুটো ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে পারে। ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে পারে। এই স্মার্টফোন সিরিজের আরও একটি ফোন ভিভো এক্স৯০ প্রো প্লাস ৫জি চিনে লঞ্চ হয়েছিল। তবে আপাতত এই মডেল ভারতে লঞ্চ হবে না।


আরও পড়ুন- এলন মাস্কের নয়া চমক, অভিষেক হতে চলেছে স্টারশিপ রকেট সিস্টেমের