Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সির নতুন ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি, কোন মডেল লঞ্চ হতে পারে?

Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি এম১৫ ফোন লঞ্চ হতে পারে। এই ফোন স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে পারে।

Continues below advertisement

Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) এই ফোনের একটি রিব্র্যান্ডেড ভার্সান (Rebraded Version) এবার লঞ্চ করতে চলেছে। নতুন ফোনের নাম হবে স্যামসাং গ্যালাক্সি এম১৫ (Samsung Galaxy M15)। এই ফোনে একটি ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে বলেও শোনা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের ৪জি ও ৫জি ভ্যারিয়েন্টে, দুটোতেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সানে আরও শক্তিশালী ব্যাটারি থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এর আগে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম১৪ এবং এ১৪- এই দুই ফোন। এই দুই মডেলের ফিচার এবং স্পেসিফিকেশন প্রায় একই। অনুমান, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের সঙ্গে ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে মিল থাকতে চলেছে গ্যালাক্সি এম১৫ ফোনের। স্যামসাং সংস্থা জানিয়েছে, তাদের গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট এবং চার বছর পর্যন্ত অপারেটিং সফটওয়্যার আপগ্রেড পাওয়া যাবে। অনুমান, রিব্র্যান্ডেড ভার্সান গ্যালাক্সি এম১৫ ফোনেও এই সুবিধা পাবেন ইউজাররা। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি। এমনকি ফোনের লঞ্চ প্রসঙ্গেও কিছু জানা যায়নি। আদৌ স্যামসাং গ্যালাক্সি এম১৫ লঞ্চ হবে কিনা, হলেও তা গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হবে কিনা, কবে লঞ্চ হতে পারে- এইসব তথ্য প্রকাশ্যে আসেনি।

Continues below advertisement

স্যামসাং গ্যালাক্সি এম১৫ ফোন যদি গ্যালাক্সি এ১৫ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয় তাহলে এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন মধ্যে মিল থাকবে। স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন একনজরে দেখে নেওয়া যাক।

  • এই ফোনে রয়েছে ডুয়াম সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5- এর সাপোর্ট। পাঁচ বছরের সিকিউরিটি আপডেট এবং চার বছরের অপারেটিং সফটওয়্যার আপডেট পাবেন ইউজাররা, এমনই দবি করেছে সংস্থা।
  • স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের শুটার। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ বায়টারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে টেকনো পপ ৮ ফোন? কী কী ফিচার থাকতে পারে?

Continues below advertisement
Sponsored Links by Taboola