Samsung Galaxy Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) যে ভারতে এই নতু গ্যালাক্সি ফোন লঞ্চ করবে তা নিশ্চিত। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amaozn India) ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোনের টিজার প্রকাশিত হয়েছে। এখনও রয়েছে 'কামিং সুন' ট্যাগ। অর্থাৎ ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আর খুব বেশি দেরি নেই বলেই অনুমান। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেখানে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ক্যামেরা মডিউলে থাকতে পারে এলিডি ফ্ল্যাশ। লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন। 


একনজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।

  • অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর।

  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে। সেখাএ ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


Redmi 12C: রেডমি ১২সি ফোন নতুন ভ্যারিয়েন্টে (New Variant) লঞ্চ হয়েছে ভারতে। নতুন মডেলে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এর আগে রেডমি ১২সি (Redmi 12C) ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দু'টি মডেল লঞ্চ হয়েছিল। এই দুই ফোনের দাম যথেক্রমে ৮৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। রেডমি ১২সি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু, ল্যাভেন্ডার পার্পল- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২সি ফোন। এই নিয়ে ফোনটির তিন নম্বর ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে। ফ্লিপকার্ট, অ্যামাজন, Mi.com, Mi Home stores এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?