নয়াদিল্লি: অ্যাপল আইফান-১৩ সিরিজ (Apple iphone 13 series) বাজারে আসতেই এবার দ্রুত নতুন ফ্ল্যাগশিপ বাজারে আনতে চলেছে স্যামসাং (Samsung)। টেক ব্লগারদের কথা সত্যি হলে, ২০২২ সালের শুরুতেই বাজারে আসতে পারে এই ফোন। সেই ক্ষেত্রে Samsung Galaxy S22,Galaxy S22+ ছাড়াও Galaxy S22 Ultra আনতে চলেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। 


Samsung Galaxy S22 Series কবে বাজারে ?
২০২২-এর জানুয়ারিতেই বাজারে পাওয়া যেতে পারে Samsung Galaxy S22 Series। শোনা যাচ্ছে, নভেম্বর থেকেই বিপুল সংখ্যায় ফোন তৈরি শুরু করবে কোম্পানি। ইতিমধ্যেই বেশকিছু টেক সাইটে ফোনের ছবি ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আগের Galaxy S21 সিরিজের আদলেই দেখতে হয়েছে নতুন ফোন। তবে স্পেকসে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।
   
Samsung Galaxy S22+ (ডিজাইন-স্পেকস)
91mobiles ছাড়াও OnLeaks-এর টেক সাইটে প্রকাশ পেয়েছে ফোনের ছবি। যেখানে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেলের কথা বলা হয়েছে Samsung Galaxy S22+ ডিজাইনে। কার্ভ সাইড এজ এবারও দেওয়া হয়নি ফোনে। সেই জায়গায় ফ্ল্যাট ব্যাক পেয়েছে ফোন। তবে পিছনে Galaxy S21 সিরিজের আদলে ক্যামেরা বাম্প রয়েছে। পাঞ্চ হোল নচ রয়েছে আগের সিরিজের মতোই। ডান দিকেই আগের মতো ভলিউম রকার ও পাওয়ার বাটন দিয়েছে কোম্পানি। ফোনে সব মিলিয়ে তিনটে রেয়ার ক্যামেরা দিয়েছে স্যামসাং।সেন্সরের ক্ষেত্রে কোনও ধরনের বড় পরিবর্তন করেনি কোম্পানি।   


Samsung Galaxy S22 Series-এর স্পেকস
ইতিমধ্যেই 3C সার্টিফিকেশন উত্তীর্ণ হয়েছে Galaxy S22 Ultra। ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি ছাড়াও দেওয়া হবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং।যা এই সেগমেন্টে প্রথম।Galaxy S22 Plus-এ থাকছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। অন্তত তেমনই রিপোর্ট প্রকাশ করেছে GizChina। শোনা যাচ্ছে, এবারও নতুন ফোনের সিরিজে তিনটে ফোন লঞ্চ করবে স্যামসাং। সেই ক্ষেত্রে Samsung Galaxy S22,Galaxy S22 Plus ও Galaxy S22 Ultra লঞ্চ করবে কোম্পানি। আগের সিরিজের তিনটে 
ফোনের মতোই ডিসপ্লে দেবে স্যামসাং। সব মডেলেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 চিপসেট দেওয়া হবে।


Samsung Galaxy S22 Series-এর ক্যামেরা
নতুন সিরিজে জুম লেন্সের ওপর বেশি জোর দিচ্ছে Samsung। টেক সাইটগুলোর মতে, variable focal length-সহ এবার দুটো জুম লেন্স দিতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে 3x ও 10x অপটিক্যাল জুম দেওয়া হতে পারে ফোনে। তবে কোন মডেলে সেটা আসবে তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এবার টেলিফটো ক্যামেরায় কিছু আপগ্রেড করতে চলেছে স্যামসাং। ১২ মেগাপিক্সলের ক্যামেরার মধ্যেই এবার অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন ফিচার দেওয়া হবে। আগের মতোই ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর।