Samsung Galaxy S23 Series: অবশেষে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৩ (Samsung Galaxy Unpacked Event 2023) - এর দিন ঘোষণা হয়েছে। পয়লা ফেব্রুয়ারি এই ইভেন্ট অনুষ্ঠিত হবে সানফ্রান্সিসকোতে। শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy 23 Series) লঞ্চ হতে পারে এই ইভেন্টে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২৩, স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা- এই তিনটি ফোন লঞ্চ হতে পারে। ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে আনপ্যাকড ইভেন্ট। ওইদিন ভারতেও লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন। শোনা যাচ্ছে, এই সিরিজের ফোনগুলিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। 


স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে থাকতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ। সেখানে আবার ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস- এই দুই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১টিবি স্টোরেজ অপশন থাকার কথা শোনা গিয়েছে। 


ভারতে ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের জন্য প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে এই ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রি-বুকিং ফ্রিতে করা যাবে। টাকা দিয়েই ইউজারদের প্রি-বুকিং করতে হবে। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলি ১৯৯৯ টাকার বিনিময়ে প্রি-বুকিং করা যাবে। প্রি-বুকিং করলে ক্রেতারা ফোন কেনার ক্ষেত্রে ৫০০০ টাকা ছাড় পাবেন। 


Tecno Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন (Tecno Phantom X2 Pro 5G)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনের প্রি-বুকিং করলে সেখানে রয়েছে লঞ্চ অফার পাওয়া সুবিধা। টেকনো সংস্থা তাদের আসন্ন ৫জি ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। এক্ষেত্রে পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনলে ৫০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়াও ১২ মাসের অ্যামাজন প্রাইম মেম্বারশিপ, নো-কস্ট ইএমআই (৬ মাস পর্যন্ত) পাওয়ার সুবিধা থাকছে। শোনা যাচ্ছে, হয়তো চলতি মাসের শেষের দিকে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হল রিয়েলমির নতুন বাজেট ৪জি ফোন, দাম কত? রইল বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন