Samsung Galaxy Unpacked Event: অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজই অনুষ্ঠিত হবে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Samsung Galaxy Unpacked Event)। ভারতীয় সমস্য সন্ধে ৬টা ৩০ মিনিটে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণ কোরিয়ার এই সংস্থা তাদের ইউটিউব অ্যাকাউন্ট, ওয়েবসাইট এবং স্যামসাং নিউজরুমের মাধ্যমে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট লাইভ স্ট্রিম করবে। জানা গিয়েছে, স্যামসাংয়ের এই লঞ্চ ইভেন্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Samsung Galaxy Z Fold 4), গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ (Samsung Galaxy Z Flip 4), গ্যালাক্সি বাডস ২ প্রো (Samsung Galaxy Buds 2 Pro) এবং গ্যালাক্সি ওয়াচ ৫ সিরিজ (Samsung Galaxy Watch 5 Series) লঞ্চ হতে পারে। এবার স্যামসাংয়ের এই গ্যাজেট এবং ডিভাইসগুলির সম্ভাব্য খুঁটিনাটি ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন। 


গত ৩১ জুলাই থেকে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪- এই দুই ফোন ১৯৯৯ টাকার টোকেন মানি দিয়ে বুক করা শুরু হয়েছিল। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রি-বুক করা যাচ্ছিল এই ফোনগুলি। যাঁরা ইতিমধ্যেই ১৯৯৯ টাকা দিয়ে ফোন দু'টির প্রি-বুকিং করেছেন তাঁরা স্যামসাংয়ের তরফে ৫০০০ টাকার অতিরিক্ত সুবিধা পাবেন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং রঙ প্রকাশ্যে এসেছে। সেগুলোই এবার দেখে নেওয়া যাক।


ফোনের রঙ


শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোন লঞ্চ হতে পারে বেজ, গ্রে গ্রিন এবং ফ্যান্টম ব্ল্যাক- এই তিন রঙে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোন লঞ্চ হতে পারে গোল্ড, গ্রে, লাইট ব্ল্য এবং পার্পল- এই চারটি রঙে।


ক্যামেরা ফিচার


গ্যালাক্সি কেড ফোল্ড ৪ ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। ফোনের পিছনে লম্বালম্বি থাকতে পারে ক্যামেরা মডিউল। তার সঙ্গে নীচের দিকে থাকতে পারে LED ফ্ল্যাশ। অন্যদিকে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।


অন্যান্য ডিজাইন ও ফিচার


স্যামসাং গ্যালাক্সি আসন্ন দুটো ফোল্ডেবল ফোনেই সাইডের অংশে ভলিউম রকার্স (শব্দ বাড়ানো-কমানোর বাটন), ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি কেড ফ্লিপ ৩- এই দুই ফোনের থেকে খুব আলাদা হবে না নতুন দুই ফোল্ডেবল ফোনের ডিজাইন ও ফিচার। কারণ নতুন ফোনগুলি পুরনো মডেলেরই সাকসেসর।


র‍্যাম ও স্টোরেজ এবং দাম


গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এর দাম হতে পারে EUR 1,863- ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫১,৮০০ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে EUR 1,981- ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬০,০০০ টাকা।


গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে EUR 1,080- ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮,০০০ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে EUR 1,158- ভারতীয় মুদ্রায় প্রায় ৯৪,০০০ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে EUR 1,275- ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৩,০০০ টাকা।


আরও পড়ুন- ওয়ানপ্লাসের নতুন ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, দেখে নিন অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন