Dual Screen Phone: একটি ফোনে থাকবে দুটো ডিসপ্লে (Dual Display)! শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) নাকি সম্প্রতি এমনই একটি ফোন নিয়ে কাজ করছে যেখানে দুটো স্ক্রিন (Dual Screen) থাকবে। একটি ডিসপ্লে হবে আর পাঁচটা সাধারণ স্মার্টফোনের মতোই। অন্য ডিসপ্লে থাকবে ফোনের রেয়ার প্যানেলে। শোনা গিয়েছে, স্যামসাংয়ের এই ফোনে নাকি প্রাইমারি ডিসপ্লের সঙ্গে একটি রেয়ার ফেসিং ট্রান্সপারেন্ট ডিসপ্লে থাকবে। এর পাশাপাশি জানা গিয়েছে যে এই ডুয়াল স্ক্রিনের ফোনের জন্য নাকি চলতি বছর জানুয়ারিতেই পেটেন্ট জমা দিয়েছিল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। World Intellectual Property Office (WIPO) এখানে খুঁজে পাওয়া গিয়েছে এই পেটেন্ট।


ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সির তরফে ফোল্ডেবল এবং ফ্লিপ ফোন লঞ্চ করা হয়েছে। বেশ কিছু এই ধরনের ফোন লঞ্চ করেছে স্যামসাং। সেই তালিকায় নবতম সংযোজন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪- এই দুই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। আন্তর্জাতিক বাজারে এই দুই ফোন এর মধ্যেই লঞ্চ হয়েছে। ভারতেও আত্মপ্রকাশ করবে এই দুই ফোন।


ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং জেড ফ্লিপ ৪- এই দুই ফোনের দাম প্রকাশ্যে এসেছে। শুরু হয়েছে প্রিবুকিংও। দেখে নিন এই দুই ফোনের দাম কত। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের বেস ভ্যারিয়েন্ট ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম ১,৫৪,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৬৪,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৪,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের Bespoke Edition- এর দাম ৯৭,৯৯৯ টাকা। এটি লঞ্চ হয়েছে গ্লাস কালারে। এই ফোনেরও প্রি-অর্ডার শুরু হয়েছে। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৮৪,৯৯৯ টাকা। গত ১০ অগস্ট স্যামসাং কোম্পানির গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে নেক্সট জেনারেশনের এই দুই ফোল্ডেবল ফোন লঞ্চ হয়েছিল। শোনা যাচ্ছে, চলতি বছর সেপ্টেম্বরে অর্থাৎ আগামী মাসে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে।


আরও পড়ুন- ৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হতে পারে টেকনো পোভা নিও ২ ফোন