Smartphone: জানুয়ারিতেই বাড়তে চলেছে বেশ কিছু স্মার্টফোন (Smartphone Launch) নির্মাতা সংস্থার ব্যবসা । পরপর বেশ কিছু নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে স্যামসাং, ওয়ানপ্লাসের মত দেশের প্রথম সারির ব্র্যান্ডগুলি। বলাই বাহুল্য বছরের শুরুতেই বাজারে আসতে চলেছে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন। বহুদিন ধরেই যে মডেলগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন নেটিজেনরা। এই তালিকায় রয়েছে কোন কোন ফোনের মডেল? চলুন দেখে নেওয়া যাক।


Samsung Galaxy S24 Series


ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এর ফিচার্স। বলা ভাল, সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই ফাঁস হয়ে গিয়েছে আসন্ন মডেলের হাল-হকিকত। আর তাই নিয়ে উত্তাল নেট দুনিয়া। জানা গিয়েছে, আলট্রা ক্যামেরা, চিপসেটস, ডিসপ্লে সহ আরও অনেক কিছুর ক্ষেত্রে আপগ্রেড হতে চলেছে স্যামসাং ফোনে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল (Samsung Galaxy S 24) বাজারে চলে আসবে। আর কয়েক মাসের মধ্যে চলে আসবে আলট্রা ফাইভ জি মডেলটিও। ১৭ জানুয়ারির মধ্যেই বাজারে চলে আসবে স্যামসাং গ্যালাক্সির S24 সিরিজের মডেলগুলি, এতে থাকতে S 24, S24 Plus, S 24 Ultra, S 24 Ultra Pro এই মডেলগুলি।


OnePlus 12 Series


ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর- এই দুই ফোন। ২৩ জানুয়ারি এই দুই ফোন লঞ্চ হবে ভারতে। এর আগে চিনে এই দুই ফোন লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১২ ফোনের চিনের ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকতে পারে ভারতীয় মডেলে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১২আর ফোন হল ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) ফোনের সাকসেসর মডেল। বলা হচ্ছে, ওয়ানপ্লাস ১২আর ফোন সম্ভবত লঞ্চ হতে চলেছে OnePlus Ace 3 ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।


Redmi Note 13 Series


রেডমি নোট ১৩ সিরিজ (Redmi Note 13 Series) ভারতে লঞ্চ হতে চলেছে ৪ জানুয়ারি। চলতি বছর সেপ্টেম্বর মাসে এই ফোনের সিরিজ চিনে লঞ্চ হয়েছে। রেডমি নোট ১৩ ৫জি (Redmi Note 13 5G), রেডমি নোট ১৩ প্রো ৫জি (Redmi Note 13 Pro 5G) এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি (Redmi Note 13 ProPlus 5G) - এই তিনটি ফোন চিনে লঞ্চ হয়েছিল। প্রতিটি ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির 1.5K রেজোলিউশন যুক্ত ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। তার উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


এছাড়াও POCO X6 Series এবং Vivo X100 Series এই দুটি ব্র্যান্ডের বেশ কিছু মডেলও বাজারে আসবে এই নতুন বছরেই। ফিচার্স এবং দামের দিক থেকে এই দুটি ফোনও টেক্কা দেবে অন্য মডেলগুলিকে।


আরও পড়ুন: Smartwatch: বছর শেষে ভারতে হাজির Boat Enigma Z20, ব্লুটুথ কলিং ফিচারের এই স্মার্টওয়াচের দাম কত?