Sam Altman: মাইক্রোসফটে (Microsoft) যোগ দিচ্ছেন স্যাম অল্টম্যান (Sam Altman) এবং গ্রেগ ব্রকম্যান (Greg Brockman)। মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা (Satya Nadella) এই খবর নিশ্চিত করেছেন। সদ্যই ChatGPT- র অন্যতম স্রষ্টা স্যাম অল্টোম্যানকে OpenAI সংস্থার সিইও পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। এই ঘটনার পর পরই OpenAI সংস্থা থেকে ইস্তফা দিয়েছিলেন সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান। এবার এই দুই ব্যক্তিই যোগ দিচ্ছেন মাইক্রোসফটে। জানা গিয়েছে, মাইক্রোসফটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ টিমে যোগ দিতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য,স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার পর OpenAI সংস্থার অন্তর্বর্তী সিইও পদে আসীন হয়েছিলেন মীরা মূর্তি। তবে তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় বর্তমানে বসেছেন Twitch সংস্থার প্রাক্তন সিইও Emmett Shear। অর্থাৎ বর্তমানে OpenAI সংস্থার সিইও Emmett Shear। তিনদিনের মধ্যে OpenAI সংস্থা সিইও পদে তৃতীয় ব্যক্তিকে আসীন হতে দেখে ফেলেছে। নতুন সিইও কে হয়েছেন সেই খবরও নিশ্চিত করেছেন সত্য নাদেল্লা। 


সত্য নাদেল্লা জানিয়েছেন, শুধু স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান নয়, তাঁদের কয়েকজন সহকর্মীও (OpenAI সংস্থার) যোগ দিচ্ছেন মাইক্রোসফটের এআই ইন্টেলিজেন্স রিসার্চ টিমে। সকলের যোগদানে উচ্ছ্বসিত মাইক্রোসফটের সিইও। এক্স মাধ্যমে পোস্ট শেয়ার করে সে কথা জানিয়েওছেন সত্য নাদেল্লা। একঝলকে দেখে নেওয়া যাক কী লিখেছেন মাইক্রোসফটের সিইও। 







OpenAI সংস্থার সিইও পদ থেকে বরখাস্ত স্যাম অল্টম্যান


বর্তমানে প্রযুক্তির দুনিয়ায় বেশ পরিচিত এবং জনপ্রিয় নাম স্যাম অল্টম্যান। সৌজন্যে তাঁর সৃষ্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটবোট চ্যাটজিপিটি। অপরিসীম দক্ষতা রয়েছে এই এআই চ্যাটবোটের। এমন এক বিস্ময়ের সৃষ্টিকর্তাকে কেন আচমকা সরিয়ে দেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই স্যাম অল্টম্যানের কার্যকারিতায় নজরদারি এবং পর্যবেক্ষণ চালানো হচ্ছিল। আর এই রিভিউয়ের ভিত্তিতেই তাঁকে সংস্থা থেকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ। স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার প্রসঙ্গে বিবৃতিতে OpenAI কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বোর্ড অফ ডিরেক্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন না। আর সেই জন্যেই তার উপর ভরসা, আস্থা হারিয়েছে সংস্থা। OpenAI কোম্পানির সিইও হয়ে তিনি সংস্থা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। আর এই দোলাচলের মধ্যেই বরখাস্ত করা হয়েছে ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যানকে। 


আরও পড়ুন- ভারতে আসছে পোকো এক্স৬ নিও, মিল থাকতে পারে রেডমির কোন ফোনের সঙ্গে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y