নয়াদিল্লি: অনলাইনে কাজ থাকলে আগে সেরে নিন। রবিবার রাতে বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের State Bank of India(SBI) কিছু পরিষেবা। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের উন্নত পরিষেবা দিতেই এই সময় নিচ্ছে কোম্পানি। মূলত, রক্ষণাবেক্ষণের কারণেই নির্দিষ্ট সময়ে পরিষেবা বন্ধ থাকবে।


State Bank of India জানিয়েছে, রবিবার রাতে ২ ঘণ্টা বন্ধ থাকবে তাদের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা। এই সময় স্টেট ব্যাঙ্কের YONO ,YONO Lite ,UPI সার্ভিসও পাবেন না গ্রাহকরা। তাই আগে থাকতেই তাদের সতর্ক করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ট্যুইট করে SBI জানিয়েছে, মেনটেন্যান্সের কারণে রবিবার ১০ অক্টোবর রাত ১১টা ২০ থেকে ১১ অক্টোবর রাত ১টা ২০ পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াও YONO ,YONO Lite ,UPI পরিষেবা বন্ধ থাকবে।


দেশের ব্যাঙ্কিং চিত্র বলছে, সব থেকে বড় নেটওয়ার্ক রয়েছে স্টেট ব্যাঙ্কের। সারা দেশে ২২,০০০-এরও বেশি শাখা ছাড়াও ৫৭,৮৮৯টি এটিএম রয়েছে এই বৃহত্তম ব্যাঙ্কের। ২০২০ সালের ৩১ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, ব্যাঙ্কের মোট ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার রয়েছে ৮ কোটি ৫০ লক্ষ। এ ছাড়াও রয়েছে ১ কোটি ৯০ লক্ষ মোবাইল ব্যাঙ্কিং ইউজার। বর্তমানে উৎসবের মরশুমে ক্রেতাদের সহজ কিস্তিতে গৃহ ঋণ(SBI Home Loan), গাড়ির ঋণ(Car Loan) তথা ব্যক্তিগত ঋণের(Personal Loan) ব্যবস্থা করেছে স্টেট ব্যাঙ্ক।


সম্প্রতি ঋণে ছাড় নিয়ে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। যেখানে বলা হয়েছে পুজোর সময় SBI লোনের মাধ্যমে এখন বিশেষ সুবিধা লাভ করুন।sbiyono.sbi অ্যাপ বা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ঋণের জন্য আবেদন করুন। আপনার প্রয়োজনে পাশে রয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


SBI Loan Update:কোন ঋণে কত লাগছে ?
গাড়ির ঋণের ক্ষেত্রে এবার দরাজ হস্ত হয়েছে স্টেট ব্যাঙ্ক। গাড়ির ঋণের(SBI Car Loan) ক্ষেত্রে প্রতি এক লক্ষ টাকায় ১৫৩০ টাকা চার্জ করছে ব্যাঙ্ক। বছরে সোনার ঋণের(SBI Gold Loan)ক্ষেত্রে গ্রাহকদের দিতে হচ্ছে ৭.৫ শতাংশ টাকা। তবে ব্যাক্তিগত বা (Personal Loan)-এর ক্ষেত্রে প্রতি লাখে ১৮৩২ টাকা চার্জ করছে কোম্পানি।আগের থেকে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে (SBI Home Loan)-এ। গৃহ ঋণে (Home Loan) সুদের হার কমিয়েছে State Bank Of India (SBI)। প্রসেসিং ফি ছাড়াই ৬.৭ শতাংশ হারে এবার ঋণ নিতে পারবেন আবেদনকারী। ব্যাঙ্কের নতুন ঘোষণা অনুযায়ী, ঋণের পরিমাণ বেশি হলেও একই থাকবে হোম লোনের হার।এই বিষয়ে বিশদে জানতে অবশ্যই স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।


আরও পড়ুন :  SBI home loans: গৃহ ঋণে প্রচুর সুবিধা দিচ্ছে State Bank, এই নথি থাকলেই করতে পারবেন আবেদন


আরও পড়ুন : SBI Customers alert: প্রতারকদের ফোন বুঝবেন কীভাবে? পথ দেখাচ্ছে SBI


আরও পড়ুন : SBI Customer Alert: পাসওয়ার্ড খুলতে পারবে না প্রতারকরা, ভরসার ৮ রাস্তা দেখাল SBI


আরও পড়ুন : SBI Update : প্রতারকদের হাতে ডেবিট কার্ড ! দ্রুত ব্লক করতে মেনে চলুন এই নিয়ম