Smart Glass: ভারতে লঞ্চ হয়েছে নতুন একটি স্মার্ট গ্লাস (Smart Glass)। এবার এই স্মার্ট গ্লাস নির্মাণ করেছে ভারতীয় কোম্পানি Ambrane। সম্প্রতি লঞ্চ হয়েছে Ambrane Glares। এই প্রথম কোনও ভারতীয় সংস্থার নির্মিত স্মার্ট গ্লাস লঞ্চ হয়েছে দেশে। জানা গিয়েছে, এই স্মার্ট গ্লাসে রয়েছে ইনবিল্ট স্পিকার (Inbuilt Speaker)। এই ওপেন ইয়ার অডিও গ্লাসের (Open Ear Audio Glass) ফ্রেমের মধ্যে লুকনো রয়েছে ওই ইনবিল্ট স্পিকার। এছাড়াও Ambrane Glares স্মার্ট গ্লাসে রয়েছে ব্লুটুথ ভি৫.১ (Bluetooth V5.1) সাপোর্ট। এর সঙ্গে রয়েছে দুটো লেন্সের অপশন। ইউজার নিজের চারপাশের পরিস্থিতি অনুসারে লেন্সের কনফিগারেশন ঠিক করে নিতে পারবেন। আর রয়েছে একটি স্পিকার সিস্টেম (Speaker System)। নির্মাণ সংস্থার দাবি এই স্মার্ট গ্লাসে মাত্র ২ ঘণ্টা চার্জ দিলে প্রায় ৭ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। রাউন্ড অর্থাৎ গোলাকার এবং স্কোয়ার বা চৌকো, দু’ধরনের লেন্সের আকৃতি নিয়েই লঞ্চ হয়েছে Ambrane Glares স্মার্ট গ্লাস। এর মধ্যে সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে প্রোটেকশনের জন্য রয়েছে বিশেষ ফিচার।


ভারতে Ambrane Glares স্মার্ট গ্লাসের দাম


এই স্মার্ট গ্লাসের বাজার দর ধার্য হয়েছে ৯৯৯৯ টাকা। তবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্ট গ্লাস কেনা যাচ্ছে ৪৯৯৯ টাকায়। শুধুমাত্র কালো রঙেই লঞ্চ হয়েছে এই স্মার্ট গ্লাস।


Ambrane Glares স্মার্ট গ্লাসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই স্মার্ট গ্লাসের ইনবিল্ট স্পিকার পরিচালনা করা যাবে টাচ কন্ট্রোলের সাহায্যে। এই স্মার্টগ্লাস পরলে কানের উপর দিয়ে যে অংশ যাবে সেখানে রয়েছে এই টাচ কন্ট্রোল ফিচার।

  • এই স্মার্ট গ্লাসে মাইক্রোফোনটি রয়েছে সেখানে HD surround sound- এর সাপোর্ট রয়েছে বলে জানিয়েছে সংস্থা।

  • এই স্মার্ট গ্লাসের টাচ কন্ট্রোলের সাহায্যে ইউজাররা ফোনকল ধরতে বা ছাড়তে পারবেন। নিয়ন্ত্রণ করতে পারবেন মিউজিক প্লেব্যাক এবং ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্টের সুবিধাও পাওয়া যাবে ওই টাচ কন্ট্রোলের সাহায্যেই। স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে এই স্মার্ট গ্লাস।

  • Ambrane Glares স্মার্ট ব্লুটুথের সাহায্যে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ভার্সানের ডিভাইসের সঙ্গেই সংযুক্ত বা লিঙ্ক করা সম্ভব।

  • এই স্মার্ট গ্লাসের লেন্সে এমন ফিচার রয়েছে যা ব্লু লাইট ব্লক করে ইউজারদের কমফোর্টেবল বা আরামদায়ক স্ক্রিন টাইম প্রদান করে। UV ray এবং Radiation প্রোটেকশনের জন্যও ফিচার রয়েছে এই স্মার্ট গ্লাসে। এটি একটি UV400 সার্টিফায়েড স্মার্ট গ্লাস। তার ফলে ৯৯.৯৯ শতাংশ UV rays এবং radiation প্রোটেকশন পাওয়া সম্ভব এই স্মার্ট গ্লাসের সাহায্যে।

  • Ambrane সংস্থা জানিয়েছে তাদের এই স্মার্ট গ্লাস একটি IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে কোনও ক্ষতি হবে না এই স্মার্ট গ্লাসের। বৃষ্টির মধ্যেও পরা যাবে Ambrane Glares স্মার্ট গ্লাস।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে