Smartphones Under Rs 10000: ভারতে সস্তার ফোন (Budget Smartphone) লঞ্চ করছে বিভিন্ন সংস্থা। সম্প্রতি শোনা গিয়েছে, ১০ হাজার টাকার কম দামে (Smartphones Under Rs 10000) নতুন ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি সি৬১ ৪জি ফোন (Realme C61 4G)। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি সি৬১ ৪জি ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যেমন শোনা যাচ্ছে, রিয়েলমির আসন্ন ৪জি ফোনে থাকবে একটি Unisoc চিপসেট। তার সঙ্গে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকবে এবং পাওয়া যাবে একাধিক স্টোরেজ অপশন। বিভিন্ন রঙেও এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


ভারতে রিয়েলমি সি৬১ ৪জি ফোনের দাম কত হতে পারে 


অনুমান করা হচ্ছে, এই ফোনের বেস মডেলের দাম ভারতে ১০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। বিভিন্ন রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতে মার্বেল ব্ল্যাক এবং সাফারি গ্রিন- এই দুই রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি জি৬১ ৪জি ফোন। অন্যদিকে গ্লোবাল মার্কেটে ডার্ক ব্ল্যাক এবং ডার্ক ফ্রিন- এই দুই রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৬১ ৪জি ফোন। গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম হতে পারে EUR 130 (ভারতীয় মুদ্রায় আনুমানিক ১১,৬০০ টাকা)। 


রিয়েলমি সি৬১ ৪জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে 



  • এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে। 

  • ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে এই ফোন। 

  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে। 

  • এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ। 

  • রিয়েলমি সি৬১ ৪জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

  • একটি রেন সেনসিটিভ স্মার্ট টাচ ফিচারের সাপোর্ট থাকতে পারে রিয়েলমি সি৬১ ৪জি ফোনে। এই ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। বৃষ্টির মধ্যেও যাতে ব্যবহার করা যায় এই ফোন, তার জন্য থাকছে বিশেষ সুবিধা। 


আরও পড়ুন- রেডমির নতুন ফোন আসছে দেশে, এবার ইউজারদের জন্য কী কী পরিষেবা থাকতে চলেছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।