Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৪জি ফোন (Samsung Galaxy F14 4G) লঞ্চ হয়েছে ভারতে। এর আগে স্যামসাং গ্যালাক্সি (Samsung Galaxy Phone) এফ১৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এবছর মার্চ মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হয়েছে ৪জি (4G Phone) ভার্সান। স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৪জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট (Triple Rear Camera Unit)। সেখানে ৫০ মেগাপিক্সেলের (50 MP Primary Camera Sensor) প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৪জি ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৪জি ফোনের দাম 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। নির্দিষ্ট কিছু দোকান থেকে এদেশে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৪জি ফোন। এই ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন ক্রেতারা। মুনলাইট সিলভার এবং পিপারমেন্ট গ্রিন- এই দুই রঙে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৪জি ফোন লঞ্চ হয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৪জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে 



  • ৬.৭ ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন রয়েছে এই ফোনে। এই ডিসপ্লেতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। আর এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

  • স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৪জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। আর রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে। এছাড়াও রয়েছে ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6- এর সাপোর্টে পরিচালিত হবে এই ফোন। দুটো বড় অপারেটিং সিস্টেমের আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। 


আরও পড়ুন- ৩০০ টাকার কমে জিও- র চারটি রিচার্জ প্ল্যান, সুযোগ-সুবিধা অনেক 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।