Tecno Phones: টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন (Tecno Pova 6 Neo 5G) ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি সস্তার ৫জি ফোন (Budget 5G Phone)। টেকনো সংস্থার এই ফোন (Tecno Smartphones) তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে। টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভারতে। সর্বোচ্চ ৮ জিবি র্যাম রয়েছে ফোনে। আর সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনে রয়েছে একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এই ফোনের ভার্চুয়াল র্যাম ফিচার রয়েছে। অর্থাৎ ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট।
ভারতে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনের দাম
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। আর এক্সচেঞ্জ অফার হিসেবেও থাকছে ১০০০ টাকা ছাড় পাওয়ার সুযোগ। অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন কেনা যাবে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।
টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনে কে কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড HiOS 14.5 - এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি।
- এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনের র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। আর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের প্রাইমারি রেয়ার ক্যামেরায় থ্রি এক্স ইন সেনসর জুম যুক্ত রয়েছে। আর এই ক্যামেরা সেনসরে রয়েছে এআই ফিচারের সাপোর্ট।
- ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। সঙ্গে রয়েছে ফ্ল্যাশ। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে একাধিক এআই ফিচার রয়েছে।
- ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনে। সেখানে Dolby Atmos সাপোর্ট যুক্ত রয়েছে। এই ফোন একটি স্প্ল্যাশ অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ফোনটি ঘাম এবং জলে সহজে নষ্ট হবে না।
আরও পড়ুন- রিয়েলমির নতুন ইয়ারবাডস লঞ্চ হল ভারতে, একসঙ্গে কানেক্ট করা যাবে দুটো ডিভাইসে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।