Smartphones Under Rs 6000: কম দামে স্মার্টফোন কিনবেন ভাবছেন? তাহলে জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনে রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে ৬০০০ হাজার টাকার কম দামে ঝাঁ-চকচকে স্মার্টফোন কিনতে পারবেন আপনি। একঝলকে দেখে নিন তালিকায় কোন কোন স্মার্টফোন রয়েছে, যেগুলি ৬০০০ টাকার কমে কেনা যাবে। 


রেডমি এ২


অ্যামাজনে এই ফোনের দাম মাত্র ৫৪৯৯ টাকা। এই স্মার্য়ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ৬০০০ টাকার কম দামের সেগমেন্টে রেডমি এ ২ ফোন অন্যতম জনপ্রিয় মডেল। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি এ২ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট। এর সঙ্গে ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড গো ১৩ অপারেটিং সফটওয়ারের সাপোর্ট। 


পোকো সি৫১


পোকো সি সিরিজের এই ফোনের দাম অ্যামাজনে ৫৭৯৯ টাকা। অ্যামাজন থেকে এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ফোন কেনা যাবে এই দামে। পোকো 'সি' সিরিজের এই ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে যেখানে ৮ মেগাপিক্সেলের মেন সেনসর দেখা যাবে। এছাড়াও ডিসপ্লের উপরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনের সাপোর্ট পাওয়া যাবে। আর রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 


টেকনো পপ ৮


অ্যামাজন থেকে টেকনো সংস্থার এই ফোন কেনা যাবে ৬৪৯৯ টাকায়। এই স্মার্টফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। টেকনো সংস্থার এই ফোনে রয়েছে একটি আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার। একে বলে ইনফিনিক্স কলস ডায়নামিক পোর্ট। টেকনো পপ ৮ ফোনেও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১২ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। টেকনো পপ ৮ ফোনে রয়েছে একটি Unisoc T606 চিপসেট। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যমের সাহায্যে), ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। টেকনো পপ ৮ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। Android 13 Go Edition OS- এর সাহায্যে পরিচালিত হয় ফোন। আর রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 


আরও পড়ুন- অ্যামাজনে মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনের দাম কমেছে ২০ হাজার টাকা !