Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ যেখানে একবার পুরো চার্জ দিলে (১০০ শতাংশ) তা চালু থাকবে প্রায় ১৪ দিন। Huawei Band 10 লঞ্চ হয়েছে দেশে। পলিমার এবং অ্যালুমিনিয়াম অ্যালয়ে কেস অপশনে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। এখানে রয়েছে ১.৪৭ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে। এটি একটি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট রয়েছে। Huawei ব্র্যান্ডের এই স্মার্ট ওয়ারেবল ডিভাইসে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে যেমন - স্লিপ হার্ট রেট ভ্যারিয়েবলিটি (HRV) এবং স্ট্রেস লেভেল। এইসব মেট্রিক্স ছাড়াও রয়েছে আরও অনেক হেলথ ট্র্যাকিং ফিচারের সাপোর্ট। Huawei Band 10 এবছর ফেব্রুয়ারিতে নির্দিষ্ট কিছু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এবার এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। এই ওয়ারেবল ডিভাইসে একটি Emotional Wellbeing Assistant- এর সাপোর্টও রয়েছে।
ভারতে Huawei Band 10 স্মার্টওয়াচের দাম কত
Huawei Band 10 স্মার্টওয়াচের পলিমার কেস অপশনের দাম দেশে শুরু হচ্ছে ৬৪৯৯ টাকা থেকে। অন্যদিকে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। ১০ জুন পর্যন্ত স্পেশ্যাল লঞ্চ অফার রয়েছে। সেক্ষেত্রে পলিমার ভ্যারিয়েন্টের দাম ৩৬৯৯ টাকা এবং অ্যালুমিনিয়াম ভ্যারিয়েন্টের দাম ৪১৯৯ টাকা হবে অফার যুক্ত হয়ে। Huawei Band 10 স্মার্টওয়াচের সমস্ত ভ্যারিয়েন্ট অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। পলিমার কেসের ক্ষেত্রে কালো এবং গোলাপি রঙে লঞ্চ হয়েছে এই স্মার্ট ওয়ারেবল ডিভাইস। আর অ্যালুমিনিয়াম কেসের ক্ষেত্রে নীল, সবুজ, ম্যাট ব্ল্যাক, পার্পল এবং সাদা রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে।
Huawei Band 10 স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- ১.৪৭ ইঞ্চির AMOLED আয়তাকার ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পাবেন ইউজাররা। স্ক্রিনে রয়েছ সোয়াইপ অ্যান্ড টাচ জেসচার। ফোনের সাইডের অংশে রয়েছে নেভিগেশন বাটন।
- ১০০টি প্রিসেট ওয়ার্ক আউট মোড রয়েছে এই স্মার্টওয়াচে। রানিং, সাইক্লিং, যোগাসন, সুইমিং এবং আরও অনেক ধরনের ওয়ার্ক আউট মোড রয়েছে।
- সুইমার বা সাঁতারুদের জন্য Huawei Band 10 স্মার্টওয়াচ আদর্শ ডিভাইস। সুইম স্ট্রোক এবং ল্যাপ ডিটেকশন- এর ক্ষেত্রে ৯৫ শতাংশ নিখুঁত পরিমাপ দেবে এই স্মার্টওয়াচ। এক্ষেত্রে সাহায্য করবে নাইন অ্যাক্সিস সেনসর এবং এআই যুক্ত স্ট্রোক রেকগনিশন ফিচার।
- এই স্মার্টওয়াচ 5ATM ওয়াটার রেজিসট্যান্ট যুক্ত ওয়ারেবল ডিভাইস। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ভার্সানেই এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব।
- এই স্মার্টওয়াচে পুরো চার্জ হতে লাগবে মাত্র ৪৫ মিনিট। আর ৫ মিনিট চার্জে প্রায় ২ দিন পর্যন্ত চালু থাকবে এই স্মার্টওয়াচ।