Swiggy: সুইগিতে প্রতি অর্ডারে বাড়তে চলেছে ক্রেতাদের খরচ। অতএব খিদে পেলেই আপনার সঙ্গী যদি হয় ফুড ডেলিভারি অ্যাপ (Food Delivery App) তাহলে একটু সতর্ক হওয়ার সময় এসেছে। কারণ শোনা গিয়েছে, প্রতি অর্ডারে ২ টাকা করে চার্জ নিতে চলেছে সুইগি (Swiggy) কর্তৃপক্ষ। তবে কেবলমাত্র খাবারের অর্ডারেই এই চার্জ নেওয়া হবে বলে জানিয়েছে সুইগি সংস্থা। তাদের ইনস্টামার্ট পরিষেবাতে আলাদা করে কোনও চার্জ দিতে হবে না। এবার ধরে নিন ক্রেতার কার্ট অপশনে ৫টি আইটেম রয়েছে কিন্তু সেগুলো একবারেই বা একই জায়গা থেকেই অর্ডার করা হয়েছে (খাবারের আইটেম) সেক্ষেত্রে ২ টাকা চার্জই ধার্য হবে ক্রেতার জন্য। একটি অর্ডারে যে পরিমাণ জিনিস আসবে তার জন্য আলাদা করে চার্জ দিতে হবে না ক্রেতাদের। 


প্রতি অর্ডারে ২ টাকা প্ল্যাটফর্ম ফি


সুইগির এই নতুন নিয়ম এখনও ভারতের সমস্ত রাজ্যে চালু হয়নি। বেঙ্গালুরু এবং হায়দরাবাদে এই নিয়ম চালু হলেও মুম্বই বা দিল্লিতে সুইগির নতুন চার্জ চালু হয়নি এখনও। কলকাতায় সুইগির এই প্ল্যাটফর্ম ফি চালু হবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি এখনও। 


সুইগিতে কেন চালু হল এই নিয়ম


সম্প্রতি সুইগি থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। সুইগি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংস্থার আয় কমেছে। অনুমান, এবার অর্ডার প্রতি প্ল্যাটফর্ম ফি নিয়ে সেই আয়ের পরিমাণ ঠিক করতে চাইছেন। আর সেই জন্যই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।


ইডলি (Idli) অর্ডার করে এক বছরে ৬ লক্ষ টাকা খরচ করেছেন হায়দরাবাদের (Hyderabad) এক সুইগি-ব্যবহারকারী (Swiggy User), 'ওয়ার্ল্ড ইডলি ডে' (World Idi Day) উপলক্ষ্যে তাক লাগানো তথ্য সামনে এনেছিলওই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ যে তথ্য দিয়েছে, তাতে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। 'ওয়ার্ল্ড ইডলি ডি' উপলক্ষ্যে সুইগি জানায়, গত বছর ৩০ মার্চ থেকে এই বছর ২৫ মার্চ পর্যন্ত ৩ কোটি ৩০ লক্ষ প্লেট ইডলি সরবরাহ করেছে তারা।  এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। ওই ব্যক্তি সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়েছে সুইগি। যেমন ধরুন, গত এক বছরে মোট ৮ হাজার ৪২৮ প্লেট ইডলি অর্ডার করেছিলেন হায়দরাবাদের ওই বাসিন্দা। অবশ্য একার জন্য নয়, বন্ধু ও পরিবার মিলিয়ে সকলের জন্যই এই খাবার অর্ডার করতেন তিনি। হায়দরাবাদে থাকাকালীন তো বটেই, চেন্নাই ও বেঙ্গালুরুতে সফরের সময়ও ইডলি অর্ডার দিয়েছেন, এমনই জানায় সুইগি। 


আরও পড়ুন- একটানা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে কাজ করেন? এই নিয়মগুলো না মানলে ক্ষতি হবে চোখের