Tata Neu: এবার সুপার অ্যাপের দিকে ঝুঁকল টাটা। আগামী ৭ এপ্রিল লঞ্চের জন্য প্রস্তুত কোম্পানির নতুন অ্যাপ Tata Neu । ইতিমধ্যেই গুগল প্লে স্টোর পেজে অ্যাপের টিজার ছেড়েছে কোম্পানি। এখনও পর্যন্ত কেবল টাটা গ্রুপের কর্মীরাই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। লঞ্চ হওয়ার পর এটি সবাই ব্যবহার করতে পারবেন।


Tata Neu: টাটা নিউ কী ?


Tata Neu হল টাটা গ্রুপের সুপার অ্যাপ। যা একটি প্ল্যাটফর্মের মধ্যেই তার সব ডিজিটাল পরিষেবা ও অ্যাপগুলিকে একত্রিত করেছে৷  প্লে স্টোর পেজে অ্যাপটির বিষয়ে বিশদ বিবরণের উল্লেখ করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, এই অ্যাপের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সাক্ষী থাকুন, পেমেন্ট করুন, আপনার পরবর্তী ছুটির পরিকল্পনা করুন। এই অ্যাপ আপানাকে নতুন অভিজ্ঞতা করার মতো অনেক কিছু দেবে।


Tata Neu-তে কী কী পরিষেবা পাওয়া যাবে ?


Tata Group-এর বিভিন্ন ডিজিটাল পরিষেবা যেমন AirAsia India, Air India বা Taj Group হোটেলে ফ্লাইট টিকিট বুক করা, BigBasket থেকে মুদি সামগ্রী, 1mg থেকে ওষুধ, বা Croma থেকে ইলেকট্রনিক্স ও ওয়েস্টসাইড থেকে জামাকাপড় কেনা এই অ্যাপের মাধ্যমে সহজ হবে। যারা অ্যাপ থেকে কেনাকাটা করবে তাদের কোম্পানি নতুন কয়েন দেবে, যা আপনার কাজে আসবে।


Tata Neu: ভারতে কী আরও সুপার অ্যাপ আছে ?


অন্যান্য অনেক ইন্টারনেট গ্রুপ যেমন Amazon, Paytm, Reliance Jio তাদের সুপার অ্যাপের নিজস্ব সংস্করণ তৈরি করেছে। যেখানে তারা পেমেন্ট, কন্টেন্ট স্ট্রিমিং, কেনাকাটা, ভ্রমণের বুকিং, মুদিখানা ইত্যাদির মতো পরিষেবার প্যাক পেতে পারে।


Tata Neu: ভারতীয় কোম্পানিগুলো কেন সুপার অ্যাপ তৈরি করতে চায় ?


কোনও দেশ বা অঞ্চলে সুপার অ্যাপের গুরুত্ব তখনই বাড়ে যখন তার জনসংখ্যার একটি বড় অংশ ডেস্কটপের পরিবর্তে স্মার্টফোন থেকে কাজ করা শুরু করে। স্থানীয় প্রয়োজনের জন্য কাস্টমাইজড অ্যাপগুলির একটি ইকোসিস্টেম তৈরি করা হয় না। ভারত ইতিমধ্যেই এমন একটি বাজারে পরিণত হয়েছে, যেখানে প্রথমবারের মতো ইন্টারনেটের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা তাদের মোবাইল ফোনে লেনদেন করছেন৷ ভারতীয় কোম্পানিগুলো সুপার অ্যাপ তৈরি করার বিষয়টি বিবেচনা করছে তার অন্যতম প্রধান কারণ এটি।