নয়াদিল্লি: শর্ট ভিডিও জয়জয়কার। মেটার হাত ধরে নতুন করে ইন্সটাগ্রামের শর্ট ভিডিও লঞ্চ করা হয়। তারপর থেকে ইন্সটাগ্রামে ব্যবহার বেড়েছে ২৪ শতাংশ। এমন খবর খোদ জানিয়েছেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। বাইটডান্সের টিকটক-এর মোকাবিলায় আনা হয়েছিল ইন্সটা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম। গ্রাহক ও ব্যবহারকারী তা পছন্দ করছেন বলেই খবর টেক-দুনিয়ায়। মেটার সহ প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন রিল ক্রমশ জনপ্রয়ি হচ্ছে। মানুষ সেগুলি রি-শেয়ার করছেন। দিনে ২০০ কোটিরও বেশি বার শেয়ার করছেন। টেক দুনিয়ার খবর, গত ৬ মাসে ইন্সটাগ্রাম ব্য়বহার অন্তত দ্বিগুণ হয়েছে। 


মেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও তার উপর নির্ভর প্রযুক্তির জন্য বিনিয়োগ বাড়িয়েছিল। সেই কারণেই  ব্যবহারকারীদের কাছে রিল ভিডিও অনেক বেশি পরিমাণে পৌঁছে যাচ্ছে বলে জানিয়েছেন জুকারবার্গ। রিল রেকমেন্ডেশন এবং ব়্যাঙ্কিং সিস্টেমে বিনিয়োগ করায় অনেক লাভ মিলেছে।


ব্যবহার বেড়েছে:
মেটার সব প্ল্যাটফর্মেই বেড়েছে ব্যবহারকারী। Reel-এ প্রতিদিনের অ্যাক্টিভ ইউজার কত তা ভেঙে বলেছিল মেটা। টেক দুনিয়া সূত্রের খবর, মেটার যে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তাতে ব্যবহারকারী বেড়েছে। গত এক বছরে অর্থাৎ year-on-year হিসেবে ৫ শতাংশ বেড়ে ৩৮০ কোটি হয়েছে। অন্যদিকে মেটার ফ্ল্যাগশিপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকেও গত এক বছরে অর্থাৎ year-on-year হিসেবে ৪ শতাংশ দৈনিক অ্যাক্টিভ ইউজার বেড়েছে। 


মেটার (Meta) চিফ ফিনান্সিয়াল অফিসার সুসান লি জানিয়েছেন, engagement অর্থাৎ ব্যবহারকারীরা যে ইন্সটাগ্রামের শর্ট ভিডিও দেখছেন, তাতে যে অগ্রগতি দেখা যাচ্ছে তাতে সংস্থা খুশি। এই ফল প্রমাণ করে ব্যবহারকারীরা তাদের প্ল্যাটফর্মের শর্ট ভিডিও পছন্দ করছেন।


Wall Streel Journal-এ গত সেপ্টেম্বরে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, ইন্সটাগ্রাম শর্ট ভিডিও ফরম্যাট বা রিলের মাধ্য়মে বাজার দখল করতে গিয়ে টিকটক-এর কাছে ধাক্কা খেয়েছে। ইন্সটাগ্রামে যে কনটেন্ট তৈরি হচ্ছে তার নিম্নমানের কারণেই টিকটকের কাছে শর্ট ভিডিওর বাজারে ইন্সটাগ্রাম ধাক্কা খাচ্ছে বলেই দাবি করা হয়েছিল সেই রিপোর্টে। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল ইন্সটাগ্রামে ১১ মিলিয়ন ক্রিয়েটার থাকলেও তাঁদের রিলে এনগেজমেন্ট আসছে না। যদিও মেটা কর্তৃপক্ষ এই রিপোর্টের দাবি নস্যাৎ করেছিল। 


আরও পড়ুন: গরমের মরসুমেও বজায় রাখুন ত্বকের জেল্লা-মোলায়েম ভাব, ঘরোয়া উপায়েই দূর হবে সব সমস্যা