Smartphone Cleaning Tips: স্মার্টফোন (Smartphone) পরিষ্কার করার সময় যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। আপনার সামান্য অসাবধানতার কারণেও নষ্ট হয়ে যেতে পারে শখের স্মার্টফোন। তাই বলে ফোন পরিষ্কার (Smartphone Cleaning Tips) করে রাখবেন না, তা কিন্তু নয়। সমস্ত গ্যাজেটই নির্দিষ্ট সময়ান্তরে পরিষ্কার করা প্রয়োজন। নাহলে ধুলো, ময়লা, নোংরা জমে খারাপ হয়ে যেতে পারে এইসব ইলেকট্রনিক্স ডিভাইস। স্মার্টফোন পরিষ্কার করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে। তাই একনজরে দেখে নিন সহজ কয়েকটি টিপস। এইগুলো মেনে চললেই অনায়াসে আপনি ফোন পরিষ্কার করতে পারবেন এবং আপনার ফোনের মেয়াদ বাড়বে।


স্মার্টফোন পরিষ্কারের সময় কী কী করবেন আর কী কী করবেন না, দেখে নিন


১। ফোন পরিষ্কারের সময় ভেজা হাতে ফোন ধরবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। শুধু তাই নয় ব্যাটারিতে গন্ডগোল হয়ে শর্ট সার্কিট বা ব্যাটারি বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে।


২। সবচেয়ে ভাল হয় যদি ফোন পরিষ্কারের সময় আপনি ডিভাইস সুইচ অফ করে দেন। এর পাশাপাশি অতি অবশ্যই খেয়াল রাখবেন যেন পরিষ্কার করার সময় ফোন চার্জে বসানো না থাকে।  


৩। ফোনের স্ক্রিন বা ডিসপ্লে মোছার যেন নরম কাপড়, তুলো বা ওয়াইপস ব্যবহার করতে পারেন। আলতো হাতে ফোনের স্ক্রিন পরিষ্কার করতে হবে। কখনই জোরে জোরে ঘষবেন না।


৪। যদি ফোনের ডিসপ্লে পরিষ্কার করার জন্য কোনও ক্লিনার বা স্প্রে ব্যবহার করে তাহলে তা সরাসরি ফোনের স্ক্রিনের উপর দেবেন না। বরংনরম কাপড় বা তুলো কিংবা ওয়াইপসে ওই স্প্রে দিয়ে তার পর ফোনের ডিসপ্লেভাল করে মুছে নিতে হবে।


৫। ফোনে চার্জ দেওয়ার জায়গা বা হেডফোন লাগানোর সরু জায়গাতেও ধুলো জমে থাকে। এ অংশ পরিষ্কারের জন্য সরু টুথপিক ব্যবহার করুন। তার মধ্যে তুলো পেঁচিয়ে নিন। এবার সেটা দিয়ে পরিষ্কার করে নিন জমে থাকা ধুলো।


৬। নির্দিষ্ট সময়ান্তরে ফোনের পিছনের ব্যাক কভার বা কেস খুলেও চারধারে জমে থাকা ধুলো পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।  


আরও পড়ুন- লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি, দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন