Earphones: ইয়ারফোন (Earphones) এখন প্রায় সকলেরই নিত্যসঙ্গী। বিশেষ করে সফরের সময় গান শোনা প্রায় সকলেরই অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়াও অফিসের মিটিংয়ে যদি রাস্তাঘাটে থাকাকালীন যুক্ত হতে হয় তাহলেও ভরসা সেই ইয়ারফোন (Headphones)। এখন বাজারে বিভিন্ন ধরনের ইয়ারফোন পাওয়া যাবে। ওয়্যারড ইয়ারফোন, ওয়্যারলেস হেডসেট, ব্লুটুথ ইয়ারফোন, ইয়ারবাডস- ইত্যাদি। সব ধরনের ইয়ারফোনই সাবধানে রাখলে এবং কিছু নিয়ম মেনে যত্ন করলে অনেকদিন পর্যন্ত ভালভাবে কাজ করবে। কীভাবে আপনার হেডফোন যত্নে রাখতে পারেন, দেখে নিন সহজ কিছু টিপস।
- ইয়ারফোন কেনার সময় দেখবেন তা বেঁধে রাখার জন্য ব্যান্ড জাতীয় একটা জিনিস থাকে। এই জিনিসটি যত্ন করে রাখবেন। ইয়ারফোন বেঁধে রাখতে পারলে তা জড়িয়ে যাবে না। এর ফলে ইয়ারফোনের তার মাঝখান থেকে কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার যে সমস্যা তা দেখা যাবে না। ফলে অনেকদিন টিকবে আপনার ইয়ারফোন। মূলত ওয়্যারড ইয়ারফোনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।
- ফোন কিংবা অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের মতো ইয়ারফোনও পরিষ্কার করা দরকার। কারণ ইয়ারফোনের যে অংশ দিয়ে শব্দ শোনা যায় সেখানে ধুলো জমে ডিভাইস খারাপ হয়ে যেতে পারে। অতএব সতর্ক থাকা প্রয়োজন। কান পরিষ্কার করার বাডসের মাথায় অল্প তুলো লাগিয়ে এবং সামান্য স্পিরিট বা নেলপলিশ রিমুভার দিয়ে ইয়ারফোন পরিষ্কার করে নিতে পারেন। তবে স্পিরিট বা রিমুভার খুব সামান্য পরিমাণে দিতে হবে।
- বর্ষার দিনে জল থেকে ইয়ারফোন রক্ষা করার জন্য সুরক্ষার স্বার্থে পাউচের মধ্যে রাখুন ইয়ারফোন। এর ফলে জলে ভিজে ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। প্লাস্টিকের এই পাউচ আজকাল সহজেই কিনতে পাওয়া যায়।
- রাস্তাঘাটে ইয়ারফোন ব্যবহারের সময় সতর্ক থাকুন। আচমকা টান পড়লে ওয়্যারড ইয়ারফোনের তার ছিঁড়ে বা কেটে যেতে পারে। যাঁদের রাস্তাঘাটে চলাফেরার সময় ইয়ারফোন ব্যবহার করতে হয় তাঁদের জন্য ব্লুটুথ ইয়ারফোন এবং ইয়ারবাড আদর্শ ডিভাইস।
- ব্যাগের মধ্যে অনেকেই ইয়ারফোন সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বেরোন। এক্ষেত্রে ইয়ারফোন ওই ব্যান্ড জাতীয় জিনিস দিয়ে বেঁধে তারপর কোনও একটা পাউচের মধ্যে রাখা জরুরি। তাহলে ব্যাগের মধ্যে সহজে ইয়ারফোন খুঁজে পাওয়া যাবে এবং কোথাও কোনও টান লেগে ছিঁড়ে যাওয়ার বা ইয়ারফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
আরও পড়ুন- ডিসেম্বরের শুরুতেই ভারতের বাজারে রেডমির নয়া ফোন, কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।