Tech Tips: কয়েকদিন আগেই ট্যুইটারে (Twitter) নতুন নিয়ম জারি করেছিলেন এলন মাস্ক (Elo Musk)। তিনি জানিয়েছিলেন যাঁদের ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account) নেই, তাঁরা আর ট্যুইট দেখতে পাবেন না। এই সমস্যারও সমাধান এসে গিয়েছে। ট্যুইটার অ্যাকাউন্ট না থাকলেও আপনি ট্যুইট দেখতে পাবেন। কিন্তু কীভাবে? এক্ষেত্রে ট্যুইটারের ওয়েব ভার্সানের সাহায্য নিতে হবে ইউজারদের। কারণ ট্যুইটারের ওয়েব ভার্সানে এখনও এই নতুন নিয়ম কার্যকর হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারে প্রতিদিন আপনি কত ট্যুইট দেখতে পাবেন, তার উপরেও সীমাবদ্ধতা চালু করেছেন এলন মাস্ক। তবে ট্যুইটারের ওয়েব ভার্সানে এই লিমিট বা সীমাবদ্ধতা এখনও চালু হয়নি। অতএব ওয়েব ভার্সানে এখনও ইউজারদের জন্য কিছুটা সুবিধা রয়েছে।
প্রতিদিন কত ট্যুইট দেখা যাবে মোবাইল ভার্সানে
নতুন নিয়ম অনুসারে, ট্যুইটার ব্লু সাবস্ক্রাইবাররা একদিনে ১০ হাজার পর্যন্ত ট্যুইটার পোস্ট দেখতে পাবেন। আনভেরিফায়েড ইউজাররা দেখতে পাবেন ১০০০ পোস্ট। আর নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সংখ্যাটা ৫০০। গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন চলছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে।
ট্যুইটারে শেয়ার করা যাবে ৩ ঘণ্টার বেশি সময়ের ভিডিও
ট্যুইটারে যে দীর্ঘ সময়ের অর্থাৎ বড় ভিডিও আপলোড করা যাবে সেকথা আগেই জানিয়েছিলেন এলন মাস্ক। এর জন্য নতুন ফিচারও ইতিমধ্যেই চালু হয়েছে। এর আগে মে মাসে এলন মাস্ক ঘোষণা করেছিলেন ট্যুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা ২ ঘণ্টার বেশি সময়ের ভিডিও অর্থাৎ প্রায় ৮ জিবি সাইজের ভিডিও ট্যুইটারে শেয়ার বা আপলোড করতে পারবেন। সম্প্রতি শোনা গিয়েছে, এই মাইক্রোব্লগিং মাধ্যমে ৩ ঘণ্টার বেশি সময়ের ভিডিও শেয়ার বা আপলোড করা যাবে।
ট্যুইটারের হাত ধরেই শুরু কর্মী ছাঁটাই
গতবছর ট্যুইটারের মালিকানা পাওয়ার পরেই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছিলেন এলন মাস্ক। বাদ যাননি উপরমহলের আধিকারিকরাও। এরপর ট্যুইটারের দেখাদেখি বিশ্বের প্রথম সারিতে থাকা তাবড় টেক সংস্থাগুলিও ব্যাপকহারে কর্মী ছাঁটাই শুরু করেছিল। এই তালিকায় নাম রয়েছে অ্যামাজন, গুগল, মেটা-র মতো সংস্থার। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরেও ট্যুইটার থেকে কর্মী ছাঁটাই হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। ট্যুইটারের বেশ কিছু অফিসও বন্ধ করা হয়েছে। ট্যুইটারের ভারতীয় কর্মীদের উপরেও কর্মী ছাঁটাইয়ের ভালই প্রভাব পড়েছে।
আরও পড়ুন- রসুন খেলে ঝরবে মেদ, ভাল হবে হজমশক্তি, আর কী কী উপকার পাবেন?