Smartphone Battery Capacity: স্মার্টফোন (Smartphones) বর্তমানে প্রায় সকলেরই সর্বক্ষণের সঙ্গী। গ্যাজেট প্রেমীরা (Gadget Lovers) সবসময়েই ভাল স্মার্টফোনের খোঁজে থাকেন। বাজারে নতুন ফোন লঞ্চ করলে কিনুন বা না কিনুন, তা নিয়ে চর্চা থাকে। একটা স্মার্টফোন কিনতে গেলে ক্রেতাদের কয়েকটি জিনিসের (Tech Tips) বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত। যেমন ফোনের স্টোরেজ কেমন, কী প্রসেসর রয়েছে, ক্যামেরা ফিচার্স, ডিসপ্লে কোয়ালিটি ও আরও অনেক কিছু। তবে এইসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ফোনের ব্যাটারি। যাঁদের কাজের জন্য নিয়মিত প্রচুর পরিমাণে স্মার্টফোনের ব্যবহার হয়, তাঁদের ক্ষেত্রে যে ফোনে অনেকক্ষণ চার্জ থাকবে বা ব্যাটারি লাইফ বজায় থাকবে, সোজা বাংলায় যে ফোন কম চার্জে বেশিক্ষণ চালু থাকবে সেটাই ভাল হবে।
৫০০০ এমএএইচ ব্যাটারি
বর্তমানে ভারতে জনপ্রিয় হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন। এই ব্যাটারি যুক্ত ফোন ইতিমধ্যেই দেশে লঞ্চ করেছে একাধিক সংস্থা। এমএএইচ বলতে বোঝায় মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার। ব্যাটারির এনার্জি ক্যাপাসিটি মাপার ইউনিট এটি। অর্থাৎ একটি ব্যাটারিতে কত এনার্জি স্টোর করা সম্ভব সেটা বোঝা যায়। এর পাশাপাশি ওই ব্যাটারিতে চার্জ থাকলে তা কতক্ষণ চালু থাকবে বা ডিভাইসকে অন রাখবে সেটাও বোঝা যাবে।
কেন কিনবেন ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন
৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে একবার চার্জ দিলে ফোন প্রায় দু'দিন চালু থাকবে। তবে সেক্ষেত্রে নেট সার্ফিং, ইমেল দেখা এইসব সাধারণ কাজ করতে হবে। যদি আপনি গান শোনেন, ভিডিও দেখেন তাহলে চার্জ তাড়াতাড়ি শেষ হবে। সেক্ষেত্রে বেশিবার চার্জ দিতে হবে। অর্থাৎ স্মার্টফোনে সাধারণ কাজকর্ম করলে ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন একবার ফুল চার্জ দিলে প্রায় ২ দিন চালু থাকবে। অন্যদিকে ইউজার যত বেশি গান শোয়া, গেম খেলা, সিনেমা-ভিডিও দেখা ইত্যাদি কাজ করবেন, ফোনের চার্জ তত তাড়াতাড়ি শেষ হবে। সেক্ষেত্রে বেশিবার চার্জ দেওয়া প্রয়োজন। নাহলে ফোন বন্ধ হয়ে যাবে।
ফাস্ট চার্জিং সাপোর্ট
আজকাল প্রায় সব স্মার্টফোনেই থাকে স্মার্ট চার্জিং ফিচারের সাপোর্ট। যেমন- ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলে ফোন শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৮০ থেকে ১০০ মিনিট। মাত্র ১৫ মিনিটে ফোনে চার্জ হবে ১৭ শতাংশ। ভারতে ৫০০০ এমএএইচ ব্যাটারির দাম ১০০ থেকে ৬০০ টাকা হতে পারে প্রতি পিসের ক্ষেত্রে। বর্তমানে ৬০০০ এমএএইচ, ৭০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত স্মার্টফোনও ভারতে লঞ্চ হয়ে গিয়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে স্মার্টফোনের নিত্য ব্যবহারের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ডিভাইস ইউজারকে অনেক সুবিধা দেবে। ফোনের দামও আকাশছোঁয়া হবে না।
আরও পড়ুন- প্রতারণা থেকে বাঁচতে নজর দিন পাসওয়ার্ড সেটিংসে, কীভাবে তৈরি করবেন 'স্ট্রং পাসওয়ার্ড'?