Tecno Megabook T1: টেকনো (Tecno) সংস্থার স্মার্টফোন ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। এবার এই কোম্পানি লঞ্চ করেছে ল্যাপটপ (Laptop)। সম্প্রতি লঞ্চ হয়েছে টেকনো মেগাবুক টি১ (Tecno Megabook T1)। এই ল্যাপটপে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে 10th Gen Intel Core i5/ Core i7 প্রসেসর। এর পাশাপাশি টেকনো সংস্থার এই ল্যাপটপে উইন্ডোজ ১১- এর সাপোর্ট রয়েছে। এই ল্যাপটপে একটি 70Whr ব্যাটারি এবং ৬৫ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার রয়েছে এই ল্যাপটপে। টেকনো সংস্থার দাবি, তাদের মেগাবুক টি১ ল্যাপটপ ১৭.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। এই ল্যাপটপে একটি ২ মেগাপিক্সেলের ওয়েবক্যাম রয়েছে। এছাড়াও টেকনো মেগাবুক টি১ ল্যাপটপে রয়েছে ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত SSD স্টোরেজ।
টেকনো মেগাবুক টি১ ল্যাপটপে দাম
এখনও টেকনো সংস্থা তাদের এই ল্যাপটপের দাম প্রকাশ করেনি। বলা হচ্ছে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে এই ল্যাপটপ উপলব্ধ। অনুমান তার আগে এই ল্যাপটপের দাম প্রকাশ করবে টেকনো সংস্থা। Champagne Gold, Monet Violet, Rome Mint, Space Grey- এই চারটি রঙে পাওয়া যাবে টেকনো মেগাবুক টি১ ল্যাপটপ।
টেকনো সংস্থার এই ল্যাপটপের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ল্যাপটপের ডিসপ্লেতে রয়েছে TUV Rheinland Eye Comfort সার্টিফিকেশন। অর্থাৎ ইউজারদের চোখে আরাম দেবে এই ল্যাপটপের স্ক্রিন। অনেকক্ষণ টানা ব্যবহার করলেও অসুবিধা হবে না।
- ১২ জিবি এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি এবং ১ টিভি SSD স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে টেকনো মেগাবুক টি১ ল্যাপটপ। একটি ১৮০ ডিগ্রি rotating hinge রয়েছে টেকনো কোম্পানির এই ল্যাপটপে।
- এছাড়াও এই ল্যাপটপে রয়েছে ডুয়াল স্পিকার এবং সেখানে DTS Immersive Sound- এর সাপোর্ট রয়েছে। আর রয়েছে ডুয়াল মাইক্রোফোন। সেখানে AI environment noise cancellation টেকনোলজির সাপোর্ট রয়েছে।
- ইউজারদের সুরক্ষার খাতিরে ল্যাপটপের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যুক্ত করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ল্যাপটপে রয়েছে ওয়াই ফাই ৬, একটি TF কার্ড রিডার, দুটো ইউএসবি টাইপ-এ ৩.০ পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, দুটো টাইপ-সি ইউএসবি পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-এ ৩.০ পোর্ট রয়েছে। এই ল্যাপটপের ওজন প্রায় ১.৪৮ কিলোগ্রাম। আর ল্যাপটপটি ১৪.৮ মিলিমিটার পুরু।
আরও পড়ুন- ফ্রিজের মধ্যে ব্লুটুথ স্পিকার! দরজায় রয়েছে এলইডি আলোর প্যানেলও